ভুয়া অন্ত:সত্ত্বা দেখিয়ে কোকেন পাচারকালে এক কানাডিয়ান নারীকে গ্রেফতার করেছে কলম্বিয়া পুলিশ।
কলম্বিয়া থেকে কানাডার টরেন্টোকে যাওয়ার সময় বোগোটা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।
২৮ বছর বয়সী ওই তরুণীকে দেখে সন্দেহ হয় নারী পুলিশের। তখন এক নারী পুলিশ ওই তরুণীকে কতদিনের অন্তঃসত্ত্বা জিজ্ঞাসা করলে রেগে যান তিনি।এতে পুলিশের আরো সন্দেহ হয়।
পরে পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে পেটের সঙ্গে বাধা অবস্থায় দুই কেজি ওজনের কোকেনের অস্তিত্ব খুঁজে পায় যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।
উল্লেখ্য, ওই নারীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে তার পাঁচ থেকে আট বছরের সাজা হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।