আমাদের কথা খুঁজে নিন

   

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা

চাঁদটা গোল হলেই গোল বাধে ভেতরে...!!!

আজ ১৫ অগাস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী। প্রতিটা দেশপ্রেমিক মানুষের জন্যে আজ শোকের দিন, আজ শোকদিবস! ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে খোন্দকার মুশতাক, কর্নেল ফারুক, মেজর ডালিম, মেজর ফারুক, মেজর রসিদ,মেজর বজলুল হুদা গং। অবুঝ শিশু রাসেলও রেহাই পায়নি এই বেজন্মা খুনিদের হাত থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ঘাতকের বুলেট কেড়ে নেয় তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণির জীবন। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলকেও প্রাণ দিতে হয়। এছাড়া আরও বাইশ জন মানুষকে সেদিন হত্যা করে ঘাতকচক্র। বত্রিশ বছর পেরিয়ে গেছে, খুনিরা বহাল তবিয়তে বেঁচে আছে আজো। রাজা যায় রাজা আসে, খুনিদের কিছুই হয় না। জাতির জনকের কুসন্তান শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন, কিন্তু পাঁচ বছরেও বিচারকার্য সমাধা হয় নি। প্রতি বছর পনেরো অগাস্ট আসে, ক্ষোভে আমাদের বুক ফেটে যায়, জলে আমাদের চোখ ভেসে যায়... আমরা কাঁদি... সকাতরে.. সকলে.. অক্ষম,অথর্ব আমরা, আমাদের ক্ষমা কোরো পিতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।