আহসান জামান তুমি আজ কোন অভিমানে সাজঘরে মায়া ফেলে এসে পৃথুলদিবালোকে মেতেছো নিপুন অভিনয়ে; চোখের ভিতরে তাই এতো বিষণ্ণফুল ফোটে একা; শ্রান্তজলবায়ু মেখে। নিকাশের আগে বুঝি আলো নিভে গেছে; তাই এতো অচেনা লাগে। গভীরে বেড়ে ওঠে বেদনার মেদ; হৃদঘরে হাহাকার, নিভে যায় যাপনের হৈচৈ। যেখানেই হাত রাখি, আলগোছে স্বপ্নের উঁকি; জিতে নিও; আমার সমস্ত সাধ ও সাধনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।