আমি কাক নই, আমি মানুষ...
রাষ্টায়াত্ত লাভজনক প্রতিষ্টানের সংখ্যা দেশে নেই বললেই চলে। এরমধ্যে লাভজনক কোন প্রতিষ্টান যখন লোকসানের দিকে যায় তখন রাষ্টায়াত্ত প্রতিষ্টানটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দেয়। বাংলাদেশ আভ্যন্তরিন নৌ পরিবহন করপোরেশন বি আই ডব্লিটিসি নিয়ে দেখা দিয়েছে এ শংকা। স¤প্রতি নয়া দিগন্তেও এক খবরে বলা হয়েছে পরপর পাঁচ অর্থবছর ক্রমবর্ধমান লাভের ধারায় এগিয়ে যেতে যেতে হঠাৎ করেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে সংস্থার লাভের পরিমাণ হঠাৎ করে আগের অর্থবছরের তুলনায় অর্ধেকেরও নিচে নেমে গেছে।
এ পরিস্থিতিতে সম্ভাবনাময় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আবার তার আগের অবস্থানে ফিরে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বিআই ডব্লিউ টি সি প্রতিষ্ঠার পর থেকে টানা কয়েক যুগ শুধু লোকসান দিয়েছে। অনেক দামি নৌযান এবং শত শত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও সংস্থাটি কখনো লাভজনক হতে পারেনি। উল্টো বিপুল পরিমাণ দায়দেনার ভারে রীতিমতো ডুবন্ত অবস্থায় পৌঁছে যায় ঐতিহ্যবাহী এই সংস্থা। বোঝাই যায় ব্যবস্থাপনাগত সমস্যার কারনেই বছরের পর বছর প্রতিষ্টানটি লোকসান দেয়।
বিগত সরকারের আমলে দীর্ঘদিনের প্রশাসনিক ও আর্থিক বিশৃঙ্খলা দূর করার চেষ্টা কওে সফলতা আসে অল্পদিনের মধ্যে বিআইডব্লিউটিসি’র ‘লোকসানি’ ইমেজ দূর করতে সম হয়।
সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০২-০৩ অর্থবছরে এই সংস্থা আংশিক দায়দেনা পরিশোধের পর নিট লাভ করে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। পরের অর্থবছরে লাভের অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ কোটি ৩৫ লাখ টাকায়। এরপর ২০০৫-০৬ অর্থবছরে এই সংস্থা নিট লাভ করে ২৭ কোটি ১৩ লাখ টাকা। ওই পাঁচ বছরে ক্রমবর্ধমান লাভের পাশাপাশি সংস্থার পুরনো দায়দেনার প্রায় পুরোটাই পরিশোধ হয়ে যায়।
বিগত সরকারের বিদায়ের সময় বিআইডব্লিউটিসি’র তহবিলে সব মিলিয়ে ৩১১ কোটি টাকার স্থিতি ছিলো। ওই পাঁচ বছর বিআইডব্লিউটিসি’র কোনো জাহাজ বা প্রতিষ্ঠানে ধর্মঘট হয়নি।
কিন্তু গত ২০০৬-০৭ অর্থ বছরে বিআইডব্লিউটিসি’র নিট লাভ হঠাৎ করেই ১৩ কোটি ২৩ লাখ টাকায় নেমে আসে, যা আগের অর্থ বছরের নিট লাভের অর্ধেকেরও কম। হঠাৎ করে রাষ্ট্রয়াত্ত এ লাভ জনক প্রতিষ্টানটির লোকসানের চিত্র স্বভাবতই প্রশ্নের সৃষ্টি করে এটি আবার পুরানো ধারায় লোকাসানীর খাতায় নাম লেখাবে কীনা। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপ বিআইডব্লিউটিসির হঠাৎ করে কেন কমছে তা খতিয়ে দেখবে।
যদি ব্যাবস্থাপনাগত কোন ত্র“টি থাকে তাও কাটিয়ে উঠার চেষ্টা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।