আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্নরকম সামার



হঠাত বৃষ্টির জন্য বিখ্যাত এই লন্ডনে সামারে খুব একটা বৃষ্টি হয়ইনা। কিন্তু এইবার ভিন্ন চিত্র দেখা গেল। কিছু কিছু জায়গায় ফ্লাডও হয়ে গেল। ফ্লাডের কারণ খতিয়ে দৈখছে সরকার। জুলাইয়ের ১লা তারিখ থেকে পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করেছে সরকার।

তাই পাব , বার, রেষ্টুরেন্টের ভেতর যারা ধুমপান করতো তাদেরকে এখন বাধ্য হয়েই বাইরে এসে ধুমপান করতে হচ্ছে। কিছু কিছু আবহাওয়াবিদদের মতে এটাই ফ্লাডের মূল কারণ। সামারের শেষ প্রান্তে এসে রোদের দেখা পাওয়া যাচ্ছে এখন। ঘর থেকে বেরিয়ে পড়েছে সবাই। সাধ্যমত বিভিন্ন দেশে উডে যাচ্ছৈ হলিডৈ কাটাতে।

এই সময় প্রচুর টুরিষ্ট আসে লন্ডনে বেডাতে। হোটেলগুলার ও ব্যবসা জমজমাট হয়ে উঠে। এক থেমস নদী দেখতে যত লোক আসে আমাদের দেশের সুন্দর সুন্দর শতশত নদী দেখতে এর অধেকও আসেনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।