বেদনার্ত নই, দ্রোহ নিয়ে বেঁচে থাকা..
আর ভালোবেসো না-
ভালোবাসা হয় যদি কষ্টের নীল নদী,
ভালোবেসো না যদি-
দু'চোখে অশ্রু বয়ে চলে নিরবধি।
ভালোবেসো না তুমি-
অকারণ অভিমান সইবে কি করে?
হৃদয়ের বালুচরে অহেতুক ভাঙ্গা-গড়া
কেঁদে কেঁদে সারা হতে হবে অবসরে।
ভালোবাসা দিও না-
হৃদয়ে ব্যাথা দেবো বারবার-
শুধু তোমায় ভালোবেসে;
মলিন আমি জেগে রব
স্মৃতির ধ্বংসাবশেষে।
জড়াবে না তোমায়-
অস্পৃশ্য অমি জ্বালিয়ে যাবো
কষ্টের পিদিম- তোমারই বুকে,
বিবর্ণতায় বাঁধবে কি ঘর?
কোন সে সুখে?
খুঁজো না আমায়-
নিস্তব্ধ কোন রাতের নীলিমায়
পুড়বে শুধুই
পেয়েও না পাওয়ার বেদনায়।
ভালোবেসো না-
শেষ বিকেলে থাকবে হাহাকার,
তবুও যদি প্রস্তুত থাকো
এই আমায়
বাসতে ভালো
শুধু জেনো-
আমি যে তোমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।