আমাদের কথা খুঁজে নিন

   

Mobile SMS ! বণ্যা দুর্গতদের সাহায্যের বিকল্প হতে পারে।

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বন্যা দূর্গতদের পাশে দাড়ানোর জন্য ব্লগের বেশ প্রতিভাবান ব্লগাররা অনেকগুলো গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ বা করণীয় কিছু ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। নিশ্চয় পদক্ষেপগুলো প্রশংসনীয় ও গ্রহণযোগ্য। এ বিষয়ের সাথে সমর্থন জানিয়ে একটি বিষয় যোগ করতে চাই। আমাদের ভিতর বহু হৃদয়বান মানুষ আছেন যারা এসব দূর্গতদের পাশে দাড়ানো কিংবা সাহায্য করার ইচ্ছা পোষন করেন কিন্তু সময়, স্থান বিভিন্ন আনুসাঙ্গিক প্রতিবন্ধকতার কারণে সে সাহায্য করা হয়ে উঠেনা। অথচ ইচ্ছা থাকে প্রবল।

সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় একটি সহজ মাধ্যম এবং প্রযুক্তির খুব পরিচিত একটি বিষয়কে কাজে লাগিয়ে যে কেউ আমরা সহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। “Mobile SMS” সেই প্রযু্িক্তর কথা বলছি। খুব বেশী না আমরা যারা মোবাইল ব্যবহার করি একটি কিংবা দুটি SMS বণ্যা দূর্গতদের সাহায্যের জন্য যথেষ্ট হতে পারে। হিসাব করুন আমরা প্রতিদিন মোবাইরে কিছু না কিছু কথা বলিই, এসএমএস করি, রেডিও, কুইজ বিভিন্ন প্রসঙ্গে এসএমএস করি, যদি তাও না করি তবুও সামান্য কয়েকটি টাকা ফ্লেক্সি করে বন্যা দূর্গতদের জন্য SMSকরতে পারি। বেশী দুরে যেতে হবেনা, শুধু পকেটের সেল ফোনটা ব্যবহার করে ম্যাসেজ অপশন থেকে করা SMS-এর আমার আপনার এই ক্ষুদ্র প্রয়াস একটি বিশাল সংগ্রহের যোগান দিতে পারি।

এবং আমার বিশ্বাস মানুষের জন্য মানুষ এই শ্রদ্ধাবোধ থেকে যেকোন মোবাইল ইউজার অন্তত একটি করে হলেও SMS করবে। আমি এর আগেও চট্টগ্রামের দূর্গতের সাহায্যের জন্য SMS প্রযুক্তির কথা উল্লেখ করেছিলাম, এবং ব্যাক্তিগত পর্যায়ে উদ্যোগও নিয়েছিলাম যোগাযোগও করেছিলাম কিন্তু বিষয়টি খুব জটিল ছিলা, সুতরাং আমাদের মোবাইল অপারেটররা যদি এ বিষয়ে এগিয়ে আসেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে, এজন্য দরকার তাদের সদিচ্ছা আর দরকার আমরা প্রত্যেকের যার যার সাধ্যমত এ বিষয়ে এগিয়ে আসা। আমার আপনার ক্ষুদ্র প্রচেষ্টা একটি অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য কি যথেষ্ট নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।