গত ২ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেন জার্মান মিডফিল্ডার ওজিল।
বৃহস্পতিবার লন্ডনের ক্লাবটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিরোপা জয়ের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে দলগতভাবে আমরা যত বেশি সম্ভব শিরোপা জয়ের চেষ্টা করবো। আমরা আকর্ষণীয় ফুটবল খেলতে চাই। ”
“আমি এই দল (আর্সেনাল) সম্পর্কে জানি।
এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। আর্সেনাল বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই দলের জন্য আমরা বিশেষ কিছু অর্জন করতে চাই। ”
ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলে তীব্র লড়াইয়ের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে ওজিল আরো বলেন, “এটা বিশ্বের সবচেয়ে কঠিন ফুটবল লিগ। এখানে সাফল্যের জন্য আমরা নিজেদের সর্বস্ব ঢেলে দেবো।
”
ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আর্সেনালে যোগ দেয়া নিয়ে খোলাখুলি বেশ কিছু কথা বলেন ওজিল। পুরো সময় মাতৃভাষায় কথা বললেও একবার আর্সেনাল-ভক্তদের উদ্দেশে ইংরেজিতে বলেন, ‘আমি একজন গানার। ’ বিশ্ব ফুটবলে আর্সেনাল ‘গানার্স’ নামে পরিচিত।
আর্সেনালে যোগ দিয়ে উচ্ছ্বসিত হলেও পুরনো দলের কথা ভুলে যাননি ওজিল। তিন বছর রিয়ালে থাকার সময় পাশে থাকার জন্য সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।
সম্প্রতি রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ‘অপেশাদার’ বলে অভিহিত করলেও আর্সেনালে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওজিল।
তবে ওজিলের বাবা মুস্তফা কোনো ধরনের ছাড় দিতে নারাজ। ছেলের ‘উশৃঙ্খল জীবনযাপন’ নিয়ে পেরেজের বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ মুস্তফা রিয়াল সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।
কয়েক দিন আগে স্প্যানিশ দৈনিক ‘এবিসি’র একটি প্রতিবেদন হৈ-চৈ ফেলে দেয় স্পেনের ফুটবলাঙ্গনে। রিয়ালের সভাপতি পেরেজ জানান, “ওজিল মোটেই পেশাদার নন।
বরং মাদ্রিদে থাকার সময় নারী এবং রাতের উদ্দাম জীবনের প্রতি আচ্ছন্ন ছিলেন তিনি। ”
পেরেজের এই মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ মুস্তফা। রিয়াল সভাপতির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে জার্মান পত্রিকা ‘বিল্ড’কে তিনি বলেন, “কোনো ব্যক্তির প্রচুর আয় করা মানেই তিনি সম্মানিত ব্যক্তি নন। পেরেজও সম্মানিত ব্যক্তি নন। ”
“মেসুত এখন বলির পাঁঠায় পরিণত হয়েছে আর আমি হচ্ছি তার লোভী বাবা।
এটা একটা সাজানো খেলা। আইনের মাধ্যমেই আমরা এর মোকাবেলা করবো। ”
ওজিলের বাবা আরো বলেন, “মাদ্রিদে সে অপেশাদার জীবনযাপন করলে সবসময় কীভাবে খেলার সুযোগ পেতো? তারা (রিয়াল কর্তৃপক্ষ) এখন তাকে দোষী করতে চাচ্ছে, কারণ (ওজিলকে বিক্রি করে দেয়ায়) রিয়ালের ভক্ত এবং খেলোয়াড়রা ক্ষুব্ধ। ”
পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফি’তে আর্সেনালে যোগ দেয়া ওজিল রিয়ালের হয়ে ১৫৯ ম্যাচে ১০৮ গোল করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।