মনের জানালায় চোখ রেখে....
আকাশে মেঘের দল ভাঙছে তাদের জমাট বাঁধা ব্যাথার বরফ। বৃষ্টি হয়ে ঝরছে তার চোখের জলের ধারা। আমরা প্লাবিত হচ্ছি, অবগাহন করছি আনন্দের স্রোতে। কবি কালিদাস আজও লিখছে বসে কবেকার কোন সুদূর রামগিরি পর্বত মালায় বসে- যক্ষের বিরহ আর শোক গাঁথা। মেঘকে পাঠাচ্ছে দূত করে, প্রিয়ার বিরহ উথলে উঠছে ছলাত ছলাত করে। তবে কি এই বরষা শুধু বিরহ আর না পাওয়ার ব্যাথা বেদনার শোকাবহ আবেদন ? নাকি অন্য কিছুর আগমন ধ্বনী ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।