এটা করি । ওটা বাকি । বেলা আর হয়না কাজের। অবেলায় হা হুতাশে মরি।
(এটি একটি মৌলিক রচনা)
অমনিবাস নাকি তার ব্লগে নবীর ছবি টাংগাইয়াছিলেন।
নবীর ছবি যে কোথায় সংরক্ষিত আছে, সেইটা ভিন্ন প্রসঙ্গ। যাহোক, ইবনে সালামেরা অমনিবাসের ব্যান চেয়ে ফ্রন্টপেজ ফাটিয়ে ফেললেন। ধরে আনতে বললে বেঁধে আনতে হয় নিয়মে নোটিশবোর্ড অমনিবাসের অঃরঃপিঃ এবং অমি রহমান পিয়াল নিকগুলোও ব্যান করলেন।
'ফ্রন্টপেজে অভিযোগ নয়' - এটা তখনও আমরা জানি না।
এর মধ্যে চক্র নাকি কোন মডারেটরকে গালি দিয়েছে।
ব্লগের মালিক আরিল আর কিছু মেয়ে নিকের ব্লগার পোস্টের পর পোস্ট দিয়ে ব্লগকে কুরুক্ষেত্র বানিয়ে ফেললেন।
'ফ্রন্টপেজে অভিযোগ নয়' - এটা তখনও আমরা জানি না।
আমি গতকাল চক্র, রাসেল, চোর আর আইজুদ্দিন, হারাধনের 'বেন্ড' চেয়ে পোস্টালাম।
'ফ্রন্টপেজে অভিযোগ নয়' - এটা তখনও আমরা জানি না।
আজ যখন আস্তমেয়ে আর ফজলে এলাহির ব্যান চেয়ে পোস্টালাম, তখনই আমরা জানলাম 'ফ্রন্টপেজে অভিযোগ নয়'।
ইতিহাস কথা বলে, বলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।