আমাদের কথা খুঁজে নিন

   

জীবনানন্দ দাশের সদ্য আবিষ্কৃত একটি কবিতা

চাঁদটা গোল হলেই গোল বাধে ভেতরে...!!!

জীবনানন্দ তাঁর 'বনলতা সেন' কবিতায় বলেছিলেন: 'হাজার বছর ধ'রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে'। রূপক অর্থে বলা তাঁর এই প্রবাদপ্রতিম কথাটি যেন আসলেই সত্যি। তা নইলে মৃত্যুর ৫০ বছর পরও তাঁর নিত্যনতুন কবিতা,উপন্যাস, গদ্য আবিষ্কৃত আর প্রকাশিত হতো না। কয়েকশো বছর পর হয়তো তাঁর ট্রেনযাত্রার সময় হারিয়ে যাওয়া কবিতাগুলোও পাওয়া যাবে; আর এভাবেই তিনি হাজার বছর ধ'রে পৃথিবীর পথে হাঁটতে থাকবেন একেবারে আনকোরা নতুন চেহারা নিয়ে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক 'আজকাল'এর গত পূজা সংখ্যায় ভূমেন্দ্র গুহ হাজির করেছেন জীবনানন্দের আটটি নতুন কবিতা। সেখান থেকে একটি আপনাদের জন্য পেশ করা হলো। --- 'হীরকের তরবার' যে কোন্ শাদা হংসহংসীদের দেখি স্বপ্নে-চারিদিকে অন্ধকার ঘর রুপালি গরিমা তার যেন হীরকের তরবার--ঘুমের ভিতর; যতোদূর চোখ যায় মুখের ছায়ার মতো নদী যেন মুখের ছায়ার মতো যেন অরণ্যেরা রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা শান্ত সব; শান্তি নেই; তবুও ব্যথার কথা যেন অবান্তর কবেকার জীবনের এইসব নীল প্রতিচ্ছবির ভিতর। ----- (হীরকের তরবার' নামটি 'আবদুল মান্নান সৈয়দ'এর দেওয়া। সূত্র:অন্যদিন।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।