নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
টিভিতে খেলা চলছে, খেলা বলতে ক্রিকেট ম্যাচ তাও কোন দলের সাথে খেলছে আমাদের বাঙ্গাল ছেলেরা লাল সবুজ জার্সি গায়ে।
এত ভনিতা করে লাভ নেই, সোজা করে বলি বাংলাদেশ-শ্রীলংকা ২য় ম্যাচের কথা লিখছি।
সকালে যখন পত্রিকা হাতে আসে তখন দেখি সেখানে কোন এক ম্যাসেজে “বাংলাদেশ তার গত ম্যাচের ভূল শুধরে আজ জেতার লক্ষ্যে লড়বে”-এ টাইপের ম্যাসেজ।
গত ম্যাচের ভূল শুধরিয়ে কতটুকুন উন্নতি করেছে আজকের ম্যাচে তা তারাই ভাল বলতে পারবে। আমি শুধু এতটুকু বলতে পারব বাংলাদেশ আজকে হেরে সিরিজ হেরে গেল।
প্রথমে ব্যাট করে আবারো ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ১৩৭ রানে বুক হযে গেল। তাতে শ্রীলংকার কষ্টটা একটু কমিয়েই দিল বটে, তারাও ৩১ ওভার খেলে সে রান তুরে ফেলল।
ওকে ফিনিস জিতে গেল শ্রীলংকা আর হেরে গেল বাংলাদেশ !
বাঙ্গাল ছেলেরা বাঙালের মতন কাজ করে জিতিয়ে দিল শ্রীলংকাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।