আমাদের কথা খুঁজে নিন

   

এসো লিনাক্স শিখি-০১

দেখবেন নাকি একবার ব্যবহার করে :)

আমার লিনাক্সের প্রতি মারাত্বক দুর্বলতা আছে। আমি নিজে লিনাক্সে ব্যবহার করতে পছন্দ করি, এবং অন্যকেও উৎসাহিত করি। আর ঠিক এই করণেই এই সিরিসটি শুরু করেছি। আজকের প্রথম পর্বে আমি ট্যাকনিকাল কিছু লিখবনা, শুধু মাত্র আমার নিজের কিছু কথা শেয়ার করব। আমি জীবনে প্রথম লিনাক্স ব্যবহার করি সেই ১৯৯৯ ইং সনের শেষের দিকে।

আমার বড় ভাই রেডহেট লিনাক্স-৬.১ এর সিডি দিয়ে বলেছিল, দেখি পারস কিনা এটা ইনস্টল করতে। (এর মধ্যে বলে রাখি, তখনি আমি মোটামোটি উইন গুরু, আমার হ্যাক করা কয়েকটা গেইম বাজারে চলছে) । মজার জিনিস হল আমি তখনো পর্যন্ত লিনাক্স সামনা সামনি চোখে দেখিনি। যাই হোক চ্যালেন্জ গ্রহন করলাম। এবং মাত্র ১ দিনের মধ্যেই সফল হলাম, এবং সফল হওয়ার পর যে মজা পেয়েছিলাম তা ভুলার নয়।

হয়তো সেই মজা পেয়েছিলাম বলেই লিনাক্সকে এভাবে ভালবাসতে পেরেছি। ব্যাপারটা কিন্তু সহজ ছিলনা, কারণ এখনকার মত তখনতো আর হার্ডডিস্ক ১০০/২০০ গি.বাইট ছিলনা, ছিল মাত্র ৪.৩ গি.বাইট। এর মধ্যেই উইন্ডুজ সহ লিনাক্স ইনস্টল করেছিলাম। ২০০০-২০০২ ইং পড়াশুনায় ব্যস্ত হয়ে যাওয়ায় লিনাক্স নিয়ে আর কাজ এগোয়নি। ২০০৩ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এক স্যার এর কাছ থেকে আবার উৎসাহ পেলাম লিনাক্সের ব্যাপারে, তো আমাকে আর পায় কে।

আবার শুরু হল লিনাক্সে যাত্রা। সেই থেকে এখন পর্যন্ত । আমি এখনো লিনাক্স প্রতিদিন কিছু না কিছু শিখছি। আর আমি চেষ্টা করব আপনাদের মধ্য থেকে অন্তত ৩/৪ জনকে লিনাক্স শিখতে সহায়তা করতে, সেই লক্ষ্যেই এই লেখা। আপনাদের মতামত জানান।

কিভাবে লিখলে আপনাদের সুবিধা হয় তার পরামর্শ দিন। আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত ৩/৪ টা লেখা দেওয়ার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।