শীতের শেষ বিকাল। তীব্র শীত জাকিয়ে বসেছে। ৫টা বাজতেই অফিস প্রায় ফাকা। আমিও ভাবছি বেরোবো। উইন্ডোজ সার্ভারের টেম্প খালি করব বলে বসেছিলাম।
অলসভাবে এটা সেটা দেখছি। কি মনে করে শেয়ার ফোল্ডারটাকে হাইড করে দিলাম। আর তাতেই ঘটল জটিল এক বিপত্তি। আনহাইড করার চেষ্টা করতেই মেসেজ পেলাম " কন্টাক্ট এডমিনিস্টেটর" । সব্বনাশ।
কি বলে। এডমিন তো সেই চট্রগ্রাম বসে আছেন। তাও আবার যে সে লোক নন। মহামান্য ডাইরেক্টর মহোদয়। কেন এমন হল? এ প্রশ্নের জবাব দিতে-দিতেই জান বেরিয়ে যাবে।
কি করি? এদিকে বিপদের উপর আরও এক বিপদ দেখা দিল" নোড গুলি থেকে শেয়ার ফোল্ডার এক্সেস করা যাচ্ছে না"। অর্থাত কাল সকালে এক মহা হুলুস্থুল কান্ড হবে। মনটা একেবারেই তিক্ত হয়ে গেল। ইচ্ছে করছে নিজেকে ধবে কিছুক্ষন পেটাই। কেন এটা করতে গেলাম? সে যাই হোক সমস্যার সমাধান করতে হবে।
সম্ভাব্য সকল উপায় গুলি একে-একে ট্রাই করে গেলাম। ফলাফল শূণ্য। এদিকে পিওন ব্যাটা বার-বার তাগাদা দিচ্ছে বেরোনোর জন্য। আমার জন্য সেও আটকে আছে। তাকে বললাম তালা খুলে টেবিলে রেখে চলে যাও।
এবার বসলাম নেটে। দেখি কিছু খুজে পাই কিনা? যা পেলাম এককথায় অভাবনীয়। সফটওয়্যারটির নাম "অফক্রাক"। যার কারিশমা হল
১। উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমে এটা সাপোর্ট করে।
(আমি উইন্ডোজ এবং লিনাক্সে চেক করেছি। ম্যাক এবং ইউনিক্সে যদি কোন ব্লোগার চেক করেন দয়া করে আওয়াজ দিবেন)
২। LM and NTLM হ্যাশ ফাইল ক্রাক করেবে।
৩। সিএসভি মোডে ট্রান্সফার করা যায়।
৪। গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম।
৫। লাইভ সিডি এভেল এবল।
৬।
সম্পুর্ণ ফ্রি।
যা করতে হবে: প্রথমে লাইভ সিডি টি ডাউন লোড করে নিন। এর পর এটিকে একটি ব্রাঙ্ক সিডিটে রাইট করুন। যে সার্ভার বা কম্পিউটারের সকল ইউজার নেম এবং তাদের পাস ওয়ার্ড জানতে চান তাকে রিবুট করুন। BIOS - ঢুকে "বুট ফ্রম সিডি/ডিভিডি" একটিভ করে সেভ করে বেরিয়ে আসুন।
সিডি/ডিভিডি রমে "অফক্রাক লাইভ সিডিটি" ঢুকান। সার্ভার/কম্পিউটার সিডি থেকে বুট করুন। "অফক্রাক" থেকে কম্পিউটার স্টার্ট হবে। র্স্টট হওয়ার পর জানতে চাইবে " গ্রাফিক্যাল মোডে চলবে নাকি ম্যানুয়াল মোডে চলবে?" গ্রাফিক্যাল সিলেক্ট করুন। এরপর "অফক্রাক" নিজ থেকেই কম্পিউটারের সকল ইউজারনেম এবং তাদের পাসওয়ার্ড ডিসপ্লে করবে।
লাইভ সিডি এই খানে।
বি: দ্র: অনুরোধ সবাইকে ধ্বংসাত্তক মূলক উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।