সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
টাটা কম্পানির কথা অনেকেই জানেন। বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট ও মামা বাড়ির আবদার এবং তা নিয়ে মামাত ভাইদের বিতর্কও বেশ জানা প্রসঙ্গ। কিন্তু টোটো কম্পানির কথা বোধহয় সবার জানা নেই। জানা থাকলেও, এ কম্পানির খোঁজখবর রাখেন না সবাই।
কিন্তু এ কম্পানির ম্যানেজারকে সবাই চেনে। আগে কথাটা বেশি বেশি শোনা যেত। এখন কম শোনা যায়। আমাদের এখানে যখন কম্পানির সংখ্যা কম ছিল আর যখন স্বাভাবিকভাবে ম্যানেজারদের সংখ্যাও কম ছিল তখনই কর্পরেটদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছিল এই কথাটির মাধ্যমে। এটা আমার অনুমান।
সাধারণত, চাকরি-ব্যবসা না করে, হৈচৈ করে ঘুরে বেড়ানো ছেলে-ছোকরাদের এই নামে ডাকা হতো। এর কাছাকাছি অর্থের একটি শব্দও মাঝে বেশ শোনা গেছে : এমবিবিএস। মানে মা বাবার বেকার সন্তান।
কেউ টোটো কম্পানি সম্পর্কে বিস্তারিত জানলে আওয়াজ দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।