আমাদের কথা খুঁজে নিন

   

কোরাইশি নতুন দল প্রগতিশীল গনতান্ত্রিক দল: ভোট চাই



আজ (২১-০৭-২০০৭) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেরদৌশ আহমেদ কোরাইশি নতুন দল "প্রগতিশীল গনতান্ত্রিক দল" এর ঘোষণা করেছেন । বর্তমানে রাজনীতি নিষিদ্ধ এমন অবস্হায় রাজনেতিক দলের ঘোষণা বাংলাদেশের রাজনীতি, সামরিক বাহিনীর ভুমিকা এবং বাংলাদেশের ভবিষ্যত নিয়ে অনুপুং্খ বিশেলশনের দাবী রাখে। তবে কিছু বিষয় এ মূহুর্তে অনুমান করা যেতে পারে। বর্তমান সরকার অসাংবিধানিক পন্হায় দেশ চালাচ্ছে । সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকার কোন নীতি-নির্ধারণী কাজ করতে পারে না ।

এসব কাজের বৈধতা নির্বাচিত সরকারকে দিতে হবে। এজন্য, প্রগতিশীল গনতান্ত্রিক দল-এর জন্ম হতে পারে। এ দল ভোটের মাধ্যমে নয়, এ সরকারের সহায়তায় নিবার্চনে জয়লাভ করবে। একটা বিষয় স্পষট যে সরকারের সহায়তা ছাড়া এ দলের জয়লাভ করা ষম্ভব নয় । কেননা, রাজনেতিক দলগুলির র্দুনীতির অভিযোগে বির্পযস্হ হলেও এসব দল (আ লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পাটি) ৮০% ভোট ব্যাংক এর মালিক।

২০% ভোটার অবস্হা বুঝে ভোট দেন । এজন্যই এ সরকারের দরকার নিজস্ব সরকার। আর এটা ষ্পস্ট যে, আ- লীগ, বিএনপি এ সরকারের বৈধতা দিবে না। মাইুনুল-মইনুলরা হাতে ধরে তারেক-হাসিনাদের মত জেলে যাবে কেন ? সরকার ডাবল সট্যার্ন্ডাড অনুসরন করছে। এ অবস্হায় রাজনীতিক দল ঘোষনা করলে তাদের বিরূদ্দে মামলা করতে পারবে ষরকার।

থা করবেন বলে মনে করেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।