আজ (২১-০৭-২০০৭) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেরদৌশ আহমেদ কোরাইশি নতুন দল "প্রগতিশীল গনতান্ত্রিক দল" এর ঘোষণা করেছেন ।
বর্তমানে রাজনীতি নিষিদ্ধ এমন অবস্হায় রাজনেতিক দলের ঘোষণা বাংলাদেশের রাজনীতি, সামরিক বাহিনীর ভুমিকা এবং বাংলাদেশের ভবিষ্যত নিয়ে অনুপুং্খ বিশেলশনের দাবী রাখে। তবে কিছু বিষয় এ মূহুর্তে অনুমান করা যেতে পারে।
বর্তমান সরকার অসাংবিধানিক পন্হায় দেশ চালাচ্ছে । সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকার কোন নীতি-নির্ধারণী কাজ করতে পারে না ।
এসব কাজের বৈধতা নির্বাচিত সরকারকে দিতে হবে। এজন্য, প্রগতিশীল গনতান্ত্রিক দল-এর জন্ম হতে পারে। এ দল ভোটের মাধ্যমে নয়, এ সরকারের সহায়তায় নিবার্চনে জয়লাভ করবে। একটা বিষয় স্পষট যে সরকারের সহায়তা ছাড়া এ দলের জয়লাভ করা ষম্ভব নয় । কেননা, রাজনেতিক দলগুলির র্দুনীতির অভিযোগে বির্পযস্হ হলেও এসব দল (আ লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পাটি) ৮০% ভোট ব্যাংক এর মালিক।
২০% ভোটার অবস্হা বুঝে ভোট দেন । এজন্যই এ সরকারের দরকার নিজস্ব সরকার। আর এটা ষ্পস্ট যে, আ- লীগ, বিএনপি এ সরকারের বৈধতা দিবে না। মাইুনুল-মইনুলরা হাতে ধরে তারেক-হাসিনাদের মত জেলে যাবে কেন ?
সরকার ডাবল সট্যার্ন্ডাড অনুসরন করছে। এ অবস্হায় রাজনীতিক দল ঘোষনা করলে তাদের বিরূদ্দে মামলা করতে পারবে ষরকার।
থা করবেন বলে মনে করেন কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।