আমাদের কথা খুঁজে নিন

   

বরিষো ধরা মাঝে...শান্তিরো বারি। আমার খুব প্রিয় রবীন্দ্র সংগীতগুলোর একটা।আমার আপুর কাছে খুব ছোট বেলা থেকে শুনে আসা বারংবার।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। আমি একটু ভিন্ন ট্রেকের মিউজিক পছন্দ করি কিন্তু আমার ভাবতে ভালো লাগে আমার মাঝে রবীন্দ্রনাথ আছেন। যদিও আমার সত্তায় সব সময় অনুভূত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল। তবু আজ আমার একটা প্রিয় গান সবার সাথে শেয়ার করলাম সাথে একটা ইউটিউব লিংক, যাতে আছে আমারি বড় আপুর গাওয়া একটা ট্রেক। আশা করি সবার ভালো লাগবে।

আজ কেনো জানি চঞ্চল অশান্ত আমার এই মনটা শান্তির বারিধারায় ভিজতে চাইছে বরিষো ধারায়। http://www.youtube.com/watch?v=Fjp3gzmgkzY । বরিষো ধরা মাঝে শান্তিরো বারি শুষ্ক হৃদয়ো লয়ে আছে দাঁড়ায়ে উর্ধ মুখে নর নারী । । না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থেকে শোক ও পরিতাপ হৃদয়ও বিমল হোক প্রানও সবলো হোক বিঘ্ন দাও অপসারি।

(আমার সবচেয়ে প্রিয় লাইন যেগুলো) কেন এই হিংসা দ্বেশ কেন এই ছদ্ম বেশ কেন এই মান অভিমানো ভিতর ভিতর প্রেম পাষানো এই হৃদয়ে জয়োজয়ো হোক তোমারি। বরিষো ধরা মাঝে শান্তিরো বারি শুষ্ক হৃদয়ো লয়ে আছে দাঁড়ায়ে উর্ধ মুখে নর নারী । । গানের কথা গুলো লিখায় যদি সামান্য ভুলও করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। উৎসর্গঃ আমার আপু মেরিনা জাহান সিমু এবং খুব প্রিয় ব্লগার শায়মা আপু কে যিনি অনেক চমৎকার রবিন্দ্র সংগীত করেন।

শায়মা আপু বলতোঃ জোনাকী কি সুখে ঐ ডানা দুটি মেলেছে??? উত্তরের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।