নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
ভাইয়া আপনার কাছ থেকে দেশের বাংলা ব্লগিং এই সাইটি সম্পর্কে জেনেও অনেকদিন ধরে ভিজিট করতে পারছিলামনা। অফিসের চাপও বেশী তার উপর অফিস ছাড়া তো আর নেট ব্যবহারের কোন উপায় নেই, শুধুমাত্র ক্যাফে ছাড়া। যদিও সাইটটিতে ঢু মেরে দেখারও ইচ্ছেটা বেশ পুরোনো। আপনার দেয়া সামওয়ারইন সাইটি ভিজিটের জন্য আজ শুধু ২০টাকায় ক্যাফেতে ১ঘন্টা নেট ভাড়া করেছি।
সাইটটির আউটলুকটা বেশ ভালই লেগেছিল তার চেয়ে যে বিষয়টি ভাল লেগেছিল, বাংলা ভাষায় আমি যা লিখব তা প্রকাশ পাবে এবং তার বাংলা কমেন্টও হবে সবকিছুতেই বাংলা ভাষার ছোয়া।
মোটকথা বাংলা ভাষায় প্রাণোচ্ছল তথ্য, সাময়িক, প্রাসঙ্গিক সবকিছুরই এক অনন্য আড্ডাস্থান।
কিন্তু একি ব্লগের প্রথম পেইজ পরিদর্শনে আমার আশায় গুড়ে বালি। ভাইয়া আপনি আমাকে কোন সাইটের এড্রেস দিয়েছেন ? নাকি কোন ভূল সাইটে ঢুকলাম ! না না ! সবই ঠিক আছে কিন্তু এ কি আপনি সাইটি সম্পর্কে যে এত কিছু বলেছিলেন এখানে তো অন্য কিছু। এখানে দেখি ছাগল নিয়ে আলোচনা বেশী, ছাগল সাহিত্য, ছাগল রহস্য, ছাগল বৃত্তান্ত চারিদিকে শুধু ছাগল আর ছাগল। এমনকি বর্জনের আন্দোলনেও একজনকে পোষ্ট দিতে দেখেছি।
এসব কি? ছাগলের প্রবর্তক কে? ছাগু বিষয়ক রচনা (ছাগু গল্প), আপনি আমাকে কি দিলেন? সত্যি করে বলেন তো! আপনি কি আমাকে ছাগল পেয়েছেন যে ছাগল সাহিত্য রচনা কিংবা পাঠ্যের জন্য সাইটটির এড্রেস দিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথম পাতায়ই রয়েছে দুটি নোংরা ছবি, দেখে মনে হচ্ছে ছাগল সাহিত্যের পাশাপাশি উন্মুক্ত ছবির ছড়াছড়িও স্থান এটি, মনে হচ্ছে যার কাছে যত কালেকশন আছে সেই তত এসব ছবি পোষ্ট করার পাল্লায় নেমে পড়েছে। অন্য কোন দৃষ্টি আকষর্ণের চেষ্টা। আপনি কি দিলেন এটি ? আপনার কথায় বিশ্বাস করে ঢুকে এসব কি দেখছি? নোংরা ছবি, ছাগলীয় পোষ্ট, বর্জনের হুমকি, আরো কি সব ব্যন জাতীয়। সবচেয়ে মজা লাগল এই ভেবে, নিশ্চয় ব্লগের কেউ না কেউ মডারেটর আছেন তারা এসব বিষয়গুলি নিশ্চয়ই উপভোগ করেন তাইত প্রথম পাতায় এত সুন্দর সুন্দর ছবি, ছাগলীয় সাহিত্য স্থান পায়।
সত্যি বলতে প্রথমে বাংলা সাইট শুনে ভেবেছিলাম রেজিষ্ট্রেশন করব তারপর হয়তবা টুকটাক লিখবও কিন্তু আমি অতটা বোকা নই যে, না দেখে শুনে কোন প্লেসে জয়েন করব? এখন ভাবছি প্রথম পাতায় যদি এই অবস্থা হয় তাহলে না জানি ভিতরে কি অবস্থা ? আমি আর ভিতরে ঢোকার সাহসও অনুভব করলামনা। এই সাইট নিয়ে আমার সাধ ইচ্ছে সব উবে গিয়েছে।
২০ টাকায় ১ ঘন্টা নেট ভাড়া করেছিলাম, ভেবেছিলাম ব্লগের পাতাগুলো উল্টিয়ে দেখব, প্রথম পাতা দর্শনেই আমার ইচ্ছের অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি, তাই বসে বসে বাকীটুকু সময় আপনাকে বিষয়টি মেইল করলাম, দয়া করে আপনার আইডি দিয়ে পোষ্ট করবেন, কারণ আমার তো কোন আইডি ছিলনা এবং কোন আইডি হওয়ার সম্ভাবনাও নেই, এতটুকুনই শুধু, একজন আগুন্তকের ব্লগ পরিভ্রমন এবং তার ব্লগিয় অভিজ্ঞতা।
[বিষয়টি নিশ্চয় বুঝতে পারছেন, তার দেয়া মেইলটি শুধু এখানে পোষ্ট করলাম। ]
-প্রচেত্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।