মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!
একাত্তরের গণহত্যার জন্য দায়ি কে নামে একটা সিরিজ চলতাছে। লেখক নাম নিছে সচলায়তন। ছাগু গ্রুপের একজন, এবং নিশ্চিতভাবেই প্রজেক্ট একাত্তরের খসড়া তুইলা ধরতাছে। তা কে দায়ী?
যুদ্ধের শুরুতে পাকিস্তান সরকার একটা ডকুমেন্টারি বানাইছিল- বিট্রেয়ার নামে। সেইখানে শেখ মুজিব আর আওয়ামীলিগরে দোষী সাব্যস্ত করা হইছে বাংলাদেশের গণহত্যার জন্য। পাকি জারজদের মুখেও একই কথা, একই বক্তব্য।
এইখানে একটা ভিডিও ফুটেজ দিলাম বিট্রেয়াল
দেখেন আর মিলান, তাহাদের পিতাদের সঙ্গে কি মধুরই মিল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।