শঙ্খপাপ আমার
বিজ্ঞানী রোনোর চাপীয় সূত্রটা হলো এরকম -- স্থির আয়তনে কোন নিদিষ্ট ভরের গ্যাসের চাপ শূন্য হতে প্রতি ডিগ্রী তাপমাত্রা পরিবতনের জন্য শূন্য ডিগ্রী চাপের একটি নিদিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবতিত হয় ।
আবার চালসের সূত্র মতে স্থির চাপে যদি শূন্য ডিগ্রী তাপমাত্রায় নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন Vo এবং 12 ( মনে করুন ) ডিগ্রী তাপমাত্রায় তার আয়তন V হয়, তবে
V = Vo + ( 1 + 12/273 )
এখন - 273 C তাপমাত্রায় নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন হবে,
V -273 = Vo ( 1 - 273/273 )
= 0
মানে, স্থির চাপে গ্যাসকে ঠাণ্ডা করে তাপমাত্রা
- 273 C করলে আয়তন শুন্য হবে। তাপমাত্রা আরও কমালে গ্যাসের আয়তন ঋণাত্বক হবে, যা অসম্ভব। সুতারাং শুধু পৃথিবীতে নয়, মহাবিশ্বের কোথাও - 273 C এর নিচে তাপমাত্রা হবে না, এবং তা অস্ভব।
আমি যখন সূত্রগুলো প্রথম পড়ি তখন আমার চিন্তা হয়েছিল, দোযখেও এর নিচে তাপমাত্রা হবে না। জানি এরূপ ভাবা খানিকটা নাস্তিকতা। তবে এটা সত্য। যদি - 273 C ডিগ্রী তাপমাত্রার নিচে তাপমাত্রা হয় তবে বলা যায় ঈশ্বর বিজ্ঞান মানেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।