আমাদের কথা খুঁজে নিন

   

রোডম্যাপ শব্দটি যেভাবে আমাদের হলো

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ঘটনাটা ২০০৩-এর। ২০০৩-এর আগে পলিটিক্সে রোডম্যাপ শব্দটা ব্যবহৃত হয়েছে বলে শুনি নাই। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া মিলে ইসলরাইল-প্যালেস্টাইন শান্তি প্রতিষ্ঠার জন্য তিন দফা প্রস্তাব হাজির করেছিল। এই অবাস্তবায়িত মালকেই রোডম্যাপ বলা হয়।

শব্দটা এর পর থেকেই এজমালি সম্পত্তি হয়ে গেছে। যে যেখানে পেরেছে ব্যাবহার করেছে এবং করছে। ২০০৩-এ আমাদের এক বন্ধু বিশেষ একটা জায়গায় চাকরির জন্য গেছে। প্রশ্ন এসেছে রোডম্যাপ কী? সে শান্তি প্রস্তাবের কথা জানতো না, বিধায় প্রশ্নের উত্তরের জন্য নিজের জ্ঞানের ওপর নির্ভর করলো। উত্তর দিল রোডম্যাপ হলো রাস্তা খোঁজার জন্য ব্যবহৃত ম্যাপ।

এই তথ্যকে শক্তিশালী করতে সে একটা ম্যাপ এঁকেও দিল। ২০০৩ থেকে ২০০৭ চার বছর । এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোডম্যাপ ঘোষণা করেনি। প্রথমবারের মতো রোডম্যাপ দিল নির্বাচন কমিশন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।