মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
...আজ ফ্রিডা কাহলোর মৃত্যুদিনে আমার ব্যাক্তিগত টৃবিউট...
শৈশবে ভাবতাম একদিন চিএশিল্পী হব। তাই রং ও তুলির সাথে সময় কাটিয়েছি অনেক। জল রঙের গন্ধ, মোম প্যাষ্টেলের উজ্বলতা আমাকে বিমোহিত করে রাখতো। মানুষ, প্রকৃতি এসবের ছবি আঁকতে আঁকতে একবার একটি অ্যাবস্ট্রাক্ট ছবি এঁকে ফেললাম। থিম ছিল মহান মুক্তিযুদ্ধ'৭১।
প্রিয় এই ছবিটি ফ্রেমবন্দি করে সাজিয়ে রেখেছিলাম ড্রইং রুমে। কিন্ত একদিন আম্মু বললো, 'এটা কী এঁকেছ! কিচ্ছু বোঝা যায় না! এটা একটা ছবি হলো নাকি!' আরও অনেকেই একই কথা বললো। খুব আহত হয়েছিলাম প্রিয়জনদের কথায়। ভাবলাম আমার ছবি যদি কারও ভালোই না লাগে- তবে আর কী! অভিমানে ছিঁড়ে ফেললাম ছবিটি। আঁকাআঁকিকে জানিয়ে দিলাম বিদায় সম্ভাষণ।
কিন্তু দৃশ্যপট ভিন্ন হলে হয়তো লেখক(!) না হয়ে আজ চিএশিল্পীই হতাম!
ক্যানভাসের সঙ্গে বিচ্ছেদ ঘটলেও ছবির জগতের প্রয়োজনীয় খবরাখবর ঠিকই রাখতাম। তো পরিচয় হয়ে গেল ফ্রিডা কাহলো ছবির সঙ্গে- তথা ফ্রিডা কাহলোরই সঙ্গে! আশ্চর্য মিল আবিষ্কার করলাম দু'জনার মধ্যে। পুরনো ভাবনাটা নতুন করে জেগে উঠৈছিল। হায়, আমি যদি চিএকরই হতাম লেখায় নয় ফ্রিডার মতো আমার অন্তর্জ্বালা, দহন-ক্ষত ছবিতেই প্রকাশ পেতো! কেননা শব্দের আড়ালের বেদনা সহজে খুঁজে পাওয়া যায় না! যতটা ছবিতে পাওয়া যায়! তাই আমার ছবির বিষয়বস্তু হতো সাইফ সামির- আমি নিজেই!
তবে কি ফ্রিডা কাহলো আমার অপর নাম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।