আমাদের কথা খুঁজে নিন

   

বেণীমাধবের প্রাক্তন প্রেমিকার কবিতা পড়ে...

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

জয় গোস্বামীর কবিতাটির শিরোনাম 'মালতীবালা বালিকা বিদ্যালয়' হলেও 'বেণীমাধব' নামেই অধিক পরিচিত। কবিতাটির জনপ্রিয়তার পেছনে কলকাতার কণ্ঠশিল্পী লোপা মুদ্রার অবদান আছে। কারণ এটি নিয়ে গান হয়েছে এবং সেটি গেয়েছেন তিনিই। একদিন কলকাতার একটি টিভি চ্যানেলে গানটির অংশবিশেষ শোনার সুভাগ্য হয়েছিল। সামান্য শুনেই বুঝে নিয়েছি এটি একটি মাস্টারপিস।

কিন্তু পরে গানটির সঙ্গে আমার আর দেখা হয় নি। ওপার বাংলার বিখ্যাত কবি জয় গোস্বামীর এই অসাধারণ কবিতাটি লাইব্রেরীতেও খুঁজে পেলাম না। অতঃপর ব্লগার মৈথুনান্দের মাধ্যমে কবিতাটি হাতে পেলাম। পুরো কবিতাটি পড়েই আমার কেন জানি মনে হলো এটির একটি 'দ্বিতীয় পর্ব' লিখি। কিন্তু সেটি অনুচিত হবে ভেবে গুটিয়ে গেলাম।

কিন্তু তারপরও আমার মনে হচ্ছে- কোথা থেকে বেণীমাধবের প্রাক্তন প্রেমিকা বলছে- বেণীমাধব, বেণীমাধব কোথায় থাক তুমি? আমি এখন নষ্ট মেয়ে, দেহ আমার জমি! (জয় গোস্বামী, কবিতাটির অবৈধ বর্ধনের জন্য আমি ক্ষমাপ্রার্থী!) আমাদের মাঝে আছেন কি কেউ- বেণীমাধব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.