কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম ভজ রাধা-কৃষ্ণ, গোপাল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। (নামে) বুক ভরে যায়, অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে।। হরি দিনবন্ধু, চির দিনবন্ধু জীবের চির সুখে-দুখে। ভজরে অন্ধ, চরণার বিন্ধ দুস্তর এ মায়াবী পাকে।। ভজ মূঢ়মতি তব চিরসাথী যাহার করুণা লোকে লোকে। লীলাময় হরি এসেছে নদীয়া পুরী রাধার পিরিতি লয়ে বুকে।। [সংগ্রহ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।