আমাদের কথা খুঁজে নিন

   

বহদিন পরে কক্সবাজার, বৃষ্টিদিনে পুরানো সইদের লগে।।



প্রায় ৬মাস পর কক্সবাজারে এলাম। কক্সবাজার নিজের জেলা হলেও মনে পড়ে একমাত্র সমুদ্রচরকে। আহা সেই বিকেলগুলো আর কেউ আমাকে ফিরিয়ে দেবেনা। সেই বৃষ্টি ভেজা সমুদ্র। এই বঙ্গোপসাগরের কাছে আসলে আমি বোবা হয়ে যাই।

তার ভাষার কাছে মানুষের ভাষা কিছু না। আর এত দিন পর এসে দেখি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। ঘর থেকে বেরুনোর উপায় নাই। এক সইয়ের সম্প্রতি বিয়ে হইছে সে দুপুরে খাওয়াবে সাগরিকায়। যাওয়ার পথে সু ব্লগার পথিকের সাথে দেখা।

পথিকও কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছে। কক্সবাজারে সাগরিকা রেস্তোরাটা আমার বিশেষ পছন্দের। এক তার বিশালত্ব দুই তার পরিবেশ তিন তার খাবার। আহা সখিরা নানান কিচিমের খাবার লইয়া বইসা রইছে। আড্ডা আর গালগল্পে কেটে গেল আমাদের সময়।

বৃষ্টি না হলে সকলে দল বেধে সমুদ্রে ঘুরে আসতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.