আমাদের কথা খুঁজে নিন

   

সংক্কেপে শওকত ওসমান

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

শওকত ওসমান ২রা জানুয়ারী ১৯১৭ এ ওয়েস্ট বেঙ্গল এর হুগলি জেলায় জন্মগ্রহন করেন। তার আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার ডাক নাম ছিল। কলকাতা ইউনিভার্সিটি থেকে ১৯৪১ সালে তিনি বাংলায় এম.এ পাস করেন। এর আগে ১৯৩৬ সালে তিনি কলকাতা করপোরেশনে ক্লার্ক হিসাবে কাজ করেছেন।

এম.এ পাস করে তিনি গভর্মেন্ট কমার্শিয়াল কলেজে শিক্ষকতা করেন। ১৯৪৭ সালে তিনি ইস্ট পাকিস্তানে চলে আসেন এবং চিটাগাং কলেজ অব কমার্সে যোগ দেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা কলেজে যোগ দেন এবং এখান থেকেই ১৯৭২ সালে অবসর গ্রহন করেন। শওকত ওসমান মূলত উপন্যাসিক এবং ছোট গল্পের লেখক হিসাবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি প্রবন্ধ, নাটক , স্মৃতিমুলক এবং বাচ্চাদের জন্য বই লিখেছেন।

জননী এবং কৃতদাসের হাসির তার সবচেয়ে বিখ্যাত লেখাগুলোর দুটি। ১.জননী হল গ্রাম্য এবং শহরের জীবনের সংঘর্ষের কারনে একটি পরিবারের ভেঙ্গে যাওয়া নিয়ে। ২.কৃতদাসের হাসি-তে একনায়করা কিভাবে সাধারন মানুষের উপর নির্যাতন করে এবং রাজনীতির অন্ধকার দিক ফুঁটে উঠেছে। ৩.নেকড়ে অরণ্য মূলত স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানী সৈন্যদের বাঙ্গালীদের উপর অত্যাচারের চিত্র তুলে ধরেছেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে জননী(The Mother, 1958), কৃতদাসের হাসি (The Laughter of a Slave, 1962), সমাগম (The Gathering, 1967), চৌরোসন্ধি(Chaurasandhi) (Friendship with Thieves, 1968), রাজা উপখ্যান (Stories of Kings, 1971), জাহান্নাম হইতে বিদায় (Goodbye from Hell, 1971), দুই সৈনিক (Two Soldiers, 1973), নেকড়ে অরন্য (Wolves\' Forest, 1973), পতঙ্গ পিঞ্জর (Insects\' Cage, 1983), আর্তনাদ(Yell, 1985) রাজপুরুষ (King\'s Men, 1992). তার রচনা সংগ্রহীত হয়েছে সংস্কৃতির চড়াই উতরাই (Upheavals of Culture, 1985), মুসলিম মানসের পরিবর্তন (Changes in Muslim Thought, 1986) তার কিছু নাটক আমলার মামলা (Suits by Bureaucrats, 1949), পূর্ন স্বাধীনতা চূর্ন স্বাধীনতা (Total Independence Shattered Independence, 1990). বাচ্চাদের জন্য তার লেখা ওতেন সাহেবের বাংলো(Mr Oten\'s Cottage, 1944), মসকিটো ফোন (Phone for Mosquitoes, 1957), পঞ্চসঙ্গী(The Five Companions, 1987). শওকত ওসমান কিছু স্মৃতিমুলক লেখাও লেখেছেন।

তাদের মধ্যে কালরাত্রি খন্ডচিত্র(A Partial Picture of a Dangerous Night, 1986),অনেক কাহান(Too Many Speeches, 1991) গুডবাই জাস্টিস মাহমুদ(1993),মুজিবনগর (1993),অস্তিত্বের সংগে সংলাপ(Discussion with Existence, 1994), মৌলবাদের আগুন নিয়ে খেলা(Playing with the Fire of Fundamentalism, 1996). তিনি এছাড়া অনেক উপন্যাস, ছোট গল্প এবং নাটক অনুবাদ করেছেন। এগুলোর মধ্যে নিশো(1948-49), বাগদাদের কবি(1953),টাইম মেশিন(1959), পাঁচটি কাহিনী(Leo Tolstoy, 1959),স্পেনের ছোট গল্প(Short Stories of Spain, 1965),পাঁচটি নাটক(Five Plays, 1972), ডাক্তার আব্দুল্লাহর কারখানা(Workshop of Doctor Abdullah, 1973),পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ(People on the Stage of Earth stage, 1985) এবং সন্তানের স্বীকারোক্তি(The Confession of a son, 1985) শওকত ওসমান বাংলা সংস্কৃতির একজন বলিষ্ঠ সমর্থক ছিলেন এবং একনায়কত্ব এবং ধর্মীয় কুসংস্কারের তীব্র প্রতিবাদ করেছিলেন। . শওকত ওসমান অনেক পুরষ্কার পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম বাংলা একাডেমী পুরষ্কার(1962)আদমজী সাহিত্য পুরষ্কার(1966), প্রেসিডেন্ট পুরষ্কার(1967), একুশে পদক(1983), মাহবুবুল্লাহ ফাউন্ডেশন পুরুষ্কার(1983) মুক্তধারা সাহিত্য পুরষ্কার(1991) এবং স্বাধীনতা দিবস পুরষ্কার(1997)। এই গন্যমান্য ব্যক্তি ১৯৯৮ সালে ১৪ই মে ঢাকায় মৃত্যুবরন করেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.