আমাদের কথা খুঁজে নিন

   

কালোত্তীর্ণ পোস্ট মডার্ন অ্যাবসট্রাক্ট ওয়েডিং ফটোগ্রাফি

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় ফটোগ্রাফিকে আমরা এত দিন শিল্প হিসেবেই জানতাম । সাম্প্রতিক সময়ে ক্যামেরার দাম কমায় আর তরুণী ও বন্ধুমহলে ভাবের উচ্চদরের কারনে ডিজুস পোলাপানদের কাছে ডিএসএলআর ক্যামেরা এখন খুব ই আকাঙ্ক্ষিত এক বস্তু । ডিএসএলআর হস্তগত হওয়া মাত্রই এক্সপোজার , অ্যাপারচার , শাটার স্পিড , আইএসও সহ আরো অনেক কঠিন কঠিন শব্দ কপাচাইয়া উহারা পরদিন ই ময়দানে নামিয়া পরে ছবি তোলার জন্য । কাউয়ার ঠ্যাং , বগের বাসা , মুরগির ডিম , কুত্তার ল্যাজ টাইপ অতি উচ্চ মানের শিল্পত্তির্ণ (শিল্প কে ছাড়িয়ে বহুদূরে ) ছবি উহারা ক্যামেরা বন্দি করে আর নিজেই নিজের প্রশংসায় মুগ্ধ হইয়া বলে - " বাহ ! ক্যা ফটো খিচা হে ম্যায়নে " এদের ছবিতে সাবজেক্টের চেয়ে নামের উপর ফোকাস থাকে বেশি । অমুক ফটোগ্রাফি , তমুক ফটোগ্রাফি ।

দল বাধিয়া শহরের সীমানা ছাড়িয়ে উহারা বহুদূরে যায় ক্যামেরা সহ নিজেদের পোট্রেইট তুলতে । দল বাধিয়া পোট্রেইট তোলাকে তাহারা ফটো ওয়াক বলিয়া থাকেন । ছবি তুলতে তুলতে যখন তারা একটু ক্লান্ত হইয়া পরেন তখন শুরু হয় আরেক পর্বের । -"এত দাম দিয়া ক্যামেরা কিনছি , টু পাইস ইনকাম হইলে সমস্যা কি ?" এই চিন্তা থেকে তাহারা শুরু করে ওয়েডিং ফটোগ্রাফি । বছর দেড় আগেও ফেসবুকে ওয়েডিং ফটোগ্রাফি পেইজ ছিল ২-৩ টা যাদের ফ্যান সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক ।

আর এখন একেকজন ডিএসএলআরধারি ডিজুসের ই ওয়েডিং ফটোগ্রাফি পেইজ আছে লক্ষাধিক । এই সব পেইজে ওয়েডিং ফটোগ্রাফির নামে যে সব কৌতুক তারা ক্রমাগত পরিবেশন করে যাচ্ছে আসুন আজকে তার কিছু নমুনা দেখি । ছবিটার ব্যাখ্যা খোজার অনেক চেষ্টা করেছি , কোনভাবেই কোন ব্যাখ্যা দিতে পারিনি । শুধু মনে হয়েছে ঝলমলে পোশাকে দুই নর নারী আফ্রিকান জুলু নৃত্তে মত্ত । এবার দেখি পরের ছবি যতটা না ওয়েডিং ফটোগ্রাফি তার চেয়ে বেশি অ্যাবসট্রাক্ট ফটোগ্রাফি মনে হয়েছে আমার কাছে ।

গায়ে হলুদের আসরে একজন কনে কেন গিটার হাতে থাকবে এই ঘটনার কোন ব্যাখ্যা আমি পাইনি । সম্ভবত ব্যাক্ষাতীত ফটোগ্রাফি - এই ছবিটা দেখার পরে বিখ্যাত টোয়াইলাইট সিরিজের কথা মনে পরে গেল । মনে হচ্ছে বেলা ভ্যাম্পায়ার আর সে তার বরের রক্ত চুষে খাচ্ছে । সর্বশেষ ছবি "খাইছি তোরে" - এই ছবির জন্য এর চেয়ে ভাল ক্যাপশন আর কি হতে পারে ? বেচারা মদন জামাই , বউ যেন ছাগলের দড়ি টানতেছে । সব ই ডিএসএলআর জমানার হালচাল ।

আপনি যদি নরমাল কামেরাধারী কেউ হন তবে সাবধান ! এদেরকে যেন আবার কিছু বলতে যাবেন না । আপনাকে একদম শুনিয়ে দেবে - "চালান তো পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা । পোস্ট মডার্ন ফটোগ্রাফির কিছু বোঝেন ?" আসলেই , আমরা কি কিছু বুঝি ?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।