আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না
বড়ো অকারনে,এই ঢাকা শহরে
অযুত নিযুত মানুষের ভীড়ে,
তোর সাথেই ঘুরে ফিরে দেখা হয়ে যায়।
কতোবার না দেখে চলে গেছিস,
কতোবার দেখেও না দেখার ভান,
কতোবার চোখে চোখ রেখে মেলে দিয়েছি
পুরোনো সেই জমাট অভিমান।
কতোবার বিরক্তিতে আকড়ে ধরেছিস হ্যান্ডব্যাগ,
কপালের সামনে থেকে কতোবার আলগোছে চুল সরিয়ে
তাকিয়েছিস জটে ভার রাস্তার দিকে,
কতোবার নাক কুচকে ভেবেছিস ,’আজো পিছু ছাড়লো না’
না জানি কতোদিন গালি দিস অজান্তে,
কতোজনকে বলে বেড়াস বেহায়া ছেলেটার গল্প।
আমি শুধু বুকের ভেতরে খাঁ খাঁ শূন্যতা পুষে
এই দগদগে রোদে পুড়ে প্রতিদিন রাস্তা পেরোই
দুপুরের খাবারের কথা বলে প্রতিদিন অফিস ফাকি দিয়ে
প্রতিদিন এ রাস্তায় আনমনে দাড়িয়ে থাকি,
যেন কতো ব্যস্ত পথিক, অভিনয়ে হেটে যাই।
আমার ভেতরের প্রতিরোধ প্রতিদিন একটু একটু করে
বাড়তে বাড়তে মাঝরাতে আকাশ ছুয়েঁ যায়;
আর সকালে কী এক ইস্পাত কসম খেয়ে ঘর থেকে বেরিয়ে আসি
কিন্তু দুপুরের আগে আগেই আবার কী এক অদ্ভুত টান,
আমাকে বের করে নিয়ে আসে,
আবার আমি দুপুরের ক্ষুধার অজুহাতে চক্ষু ক্ষুধা মেটাই।
আবার প্রতি বিকেলে নিজে নিজে ভাবি;
এই শহরে বড়ো অকারন
তোর সাথেই কিভাবে যেন ঘুরে ফিরে দেখা হয়ে যায়।
(ছবি ও কবিতার স্বত্তাধিকার :জনাব গালিবাজ হোসেইন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।