আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজে উইকিপিডিয়ার ছবি ব্যবহার, এবং মেধাসত্ত্ব নিয়ে কিছু কথা

জাদুনগরের কড়চা

বিডিনিউজ ২৪ ডট কম বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম। আমি নিজেও প্রতিদিন এদের ওয়েবসাইট থেকে খবর পড়ে থাকি। কিন্তু আজ হঠাৎ বিডিনিউজের ওয়েবসাইটে গিয়ে চমকে গেলাম। কেনো? প্রথম পাতাতে খবর বেরিয়েছে, কারাগারে আটক সাবেক সাংসদ লবীকে নিয়ে। কিন্তু আমি চমকেছি ছবিটা দেখে।

ছোট করে হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের ছবি দেয়া আছে। আর এই ছবি বিডিনিউজ মেরে দিয়েছে উইকিপিডিয়া থেকে। প্রশ্ন হলো, আমি চিনলাম কীভাবে? কারণ গত বছর ডিসেম্বর মাসের ২৩ তারিখে বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে কয়েক ঘন্টা পায়ে হেঁটে হেঁটে পুরানো ঢাকার ছবি তোলার সময় এছবি তো আমি নিজের হাতে তুলেছি। ছবিগুলো একটু মিলিয়ে দেখুন। নিশ্চিত হলাম পেঁচিয়ে যাওয়া বিজয় দিবসের ব্যানারটা দেখে।

ওতে লেখা ছিল মহান বিজয় দিবসের উপরে কিছু। নীচে ডানের কোনায় কমলা রংএর কোনো একটা জিনিষ, তাও মিলে গেছে। আসল ছবিটা থেকে কাট করে মাঝের অংশটা নেয়া হয়েছে। এই ছবি গুলো আমরা তুলেছিলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবির একটা মুক্ত ভান্ডার গড়ার জন্য। আর ছেড়েছি মুক্ত লাইসেন্সে (জিএফডিএল ও ক্রিয়েটিভ কমন্সের অধীনে)।

তাহলে বিডিনিউজের ব্যবহারে সমস্যা কোথায়? সমস্যাটা হলো, বিডিনিউজ কিন্তু ছবির উৎসের কথা বেমালুম চেপে গেছে। উইকিমিডিয়া কমন্সে রাখা ছবিটা ব্যবহারের একটাই শর্ত, এর সূত্র উল্লেখ করতে হবে। আর কোনোই শর্ত নেই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ পত্রিকা যেমন কপিরাইটের ধার ধারেনা, যে কোনো ছবি ইন্টারনেটের যেকোন স্থান থেকে পেলেই হলো, - এই মানসিকতা নিয়ে চলেছে, বিডিনিউজের এই ছবি চুরি সেটারই পরিচায়ক। কপিরাইটের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উইকিপিডিয়াতে কপিরাইটের ব্যাপারটা অক্ষরে অক্ষরে মেনে চলা হয়, কোনো কপিরাইটেড লেখা বা ছবি সেখানে যোগ করা যায় না। কোনো কপিরাইটেড লেখা বা ছবি সেখানে যদি কেউ যুক্তও করে থাকেন, সাথে সাথে তা অপসারণ করা হয়। কারণটা খুবই পরিষ্কার, অন্য বিশ্বকোষের মতো উইকিপিডিয়ার জ্ঞান আগলে রাখা হয় না, জনমানুষের ব্যবহারের জন্য তা উন্মুক্ত। আর সেটা করতে গেলে অন্য কারো কপিরাইট লংঘন করা যাবে না, তা তো সহজেই অনুমেয়। তাই বলে উইকিপিডিয়াতে যুক্ত করা ক্রিয়েটিভ কমন্স বা জিএফডিএল এর অধীনের ছবিগুলো উৎস উল্লেখ ছাড়াই মেরে দেয়া যাবে, তাও ঠিক না।

বিডিনিউজ উইকিপিডিয়া হতে যেকোনো ছবি ব্যবহার করতেই পারে, তাতে সমস্যা নেই, ছোট করে কোনো স্থানে ছবিটার উৎস উল্লেখ করে দিলেই তাদের চলতো। যাই হোক, আশা করি বিডিনিউজের সাথে জড়িত কেউ এই লেখাটা দেখবেন। উইকিপিডিয়া হতে ছবি নিতে বিন্দুমাত্র বাঁধা নেই। সানন্দে উইকিপিডিয়ার ছবি বিশেষত বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ার ভলান্টিয়ারদের তোলা ছবি ব্যবহার করুন। কিন্তু দয়া করে ছবির উৎস অবশ্যই উল্লেখ করবেন।

(অরপি'র ব্যাখ্যার পরে শিরোনাম একটু পাল্টে দিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।