বিরক্ত হয়ে এরকম একটি লেখা দিতে বাধ্য হলা কারন আমি রামছাগল। সাইট জুড়ে গালাগালি চর্চাকারী ও গালিবাজদের পৃষ্ঠপোষকতা দেয়া একদল লোক হটাৎ ঘোষনা করলো এই সাইটের রামছাগলটি দুধ দেয় না। তত দিনে কিন্তু তাদের জ্বালায় সাইট থেকে সব ছাগলগুলো চলে গিয়েছে। তারপর তারা নিজেরা একটা সাইট ওপেন করলো। এবং সেখানে শুধু তাদের পছন্দসই লোকেই লিখতে পারবে, ছাগলেরা বাদ।
যঞ্চিক্তের স্রোতের বিরুদ্ধে করা পোষ্ট মুছে দেয়ার প্রতিবাদে যারা নতুন সাইট ওপেন করলো মুক্তচিন্তা জন্য, তাদের সাইটেই সবার গলা চেপে ধরা হয় বেশী। নিজেদের চিন্তার বিপরীত কোন চিন্তা সেখানে স্থান পায় না।
যাই হোক, তাতে ছাগলদের কিছু আসে যায় না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাদের সাইট ওপেন করার সময় তার বলেছিলো ছাগলদের মারবে না।
এখানে লাদালাদি বেড়ে গেছে। এখানে তারা আর আসবেন না। তারপর এখন এখানেই বসে বসে ছাগলের পাছায় লাথি মারছেন!
এই মানুষরা নাকি পশুপ্রীতির ধারক বাহক!
ছাগলদের এরা বদলে দিচ্ছে! তাই প্রতিবাদ না করে পারছি না। তাদের জন্য করুনা! গেট ওয়েল সুন!!
বিনীত
আপনাদের পেয়ারের রামছাগল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।