কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ
অদ্ভুত কান্ড!
আমার অল টাইম ফেভারেট tracy chapman
'র 'ইফ নট নাও' গানটা অনেকক্ষণ খুঁজাখুজি করেও ইউ টিউবে পেলাম না। গানটার কোনো ভিডিও কি কোথাও নেই? কিংবা নাদানপক্ষে অডিও?
কোনো এক অদ্ভুত কারনে আমার অডিও ফাইলটি চলছে না। কারো কাছে থাকলে কি শেয়ার দেবেন?
চ্যাপম্যানের শুধু গানের গলা শুনে আপনি প্রথম প্রথম হয়ত তাকে ছেলে বলে ভুল করতে পারেন, আমিও করেছিলাম। নামের শেষে ম্যান থাকলেও সে আসলে ও্যম্যান। এত ভারী গলার কোনো নারী কন্ঠ আমি আগে শুনিনি।
কিন্তু তার প্রতিটা গান অসাধারণ, তার চেয়ে অসাধারণ তার গায়কি। তাই ভারী গলাটা গানের কথা আর গায়কির সাথে খাপ খেয়ে যায় বেশ।
ট্রেসিকে আমার কাছে অনেকটা লালনের মতন মনে হয়। অবশ্য এটা আমার একান্তই ব্যক্তিগত অনুভুতি। লালন আমাদের, আর ট্রেসি ওয়েস্টার্ন।
লালন আগের, ট্রেসি এখনকার। লালনের একতারা ট্রেসির হাতে গীটার। ভাষাও ভিন্ন।
কিন্তু কথার কত মিল।
দুজনেই আমার কাছে সাধক।
দুজনেই মানবতার গায়ক। ট্রেসি লালনের মতই একজন মানবতাবাদী সমাজকর্মী।
দুজনের গানই আপনাকে একটু হলেও ভাবাবে। একই লাইনে, একই তালে, একইরকম সূক্ষভাবে।
উদাহরণ: ট্রেসির এই
গানটা শুনুন।
যদি ভাল লাগে, ইউ টিউব একটা দারুন হাতিয়ার। শুধু ট্রেসির নাম দিয়ে সার্চ দিন।
আরো দারুন দু'টি গান হলো ক্রসরোড এবং ফাস্টকার।
ট্রেসির গানের লিরিকস গুগুলে সার্চ করলেই পাবেন। সেগুলোর সবই শুধু গানই নয়, কবিতাও।
যেমনটা লালনের গান।
এবং প্রেমে মশগুলরা অলস দুপুরে অবশ্যই এই গানটি শুনুন।
সবশেষে, 'ইফ নট নাও' গানটির লিরিকস--
If not now, then when?
If not today,
Then, why make your promises?
A love declared for days to come,
Is as good as none.
You can wait 'til morning comes.
You can wait for the new day.
You can wait and lose this heart.
You can wait and soon be sorry.
If not now, then when?
If not today,
Then, why make your promises?
A love declared for days to come,
Is as good as none.
Now love's the only thing that's free.
We must take it where it's found.
Pretty soon it may be costly.
'Cause if not now, then when?
If not today,
Then, why make your promises?
A love declared for days to come,
Is as good as none.
If not now, what then?
We all must live our lives.
Always feeling.
Always thinking.
The moment has arrived.
If not now, then when?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।