যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
একদম শেষ সিড়িতে গিয়ে হুশ হয়
আরে এটাতো শেষ হলো বলে, যাই আরেকটু উপরে
একদম উপরে উঠে ভুস করে ভাসি
তার উপরে আর কিছুই নাহি!
মাঝখানে এসে বসে থাকি, মাথার উপরে চাদোয়া
নিচে ললাটের অধোগমন, তারো নীচে ভূমি
উপরে সামিয়ানা আগলানো তুমি
নিচে খোলা ঘাসে বন্য হরিনেরা
অভয়ারন্যে গুটি গুটি পায়ে আমার পায়ে হাঁটে
চারিপাশে আধাভৌতিক স্বর, কয়েকটা উঁইপোকা
কার্নিশে জমানো শ্যাওলা, উপরে পোড়াবাড়ী
তারউপরে মেঘেদের সারি, কয়েক পলেস্তার ভারি
বুকে বহে ঝড়, কিছু কেঁটে নামি, উড়ি, উঠি
উপরে বা নীচে, সামনে বা পিছে
সবদিকে শেষে শেষ হয়ে যায় শেষে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।