আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না
তেলাপোকা এক্খান পোস্ট দিয়াচে। তার আর রাগ ইমনের কতাবার্তার মাঝে সে এ-টীমের কতাও টানচে :
"টিম-আবাল ফিরিয়া আসিয়াছে। আমাকে হামলা করার সাহস দেখানো যাইতে পারে, তবে বিষয়টা আমার আর রাগ ইমনের। তাই, হামলা করার আগে-
১। কেনো হামলা করবি?
২।
রাগ ইমন তোদের কে হয়, মা?
৩। কোন আদর্শে মান হন? সকলের মা'ই কি রাগ ইমনের মত?"
কইচে অবশ্য টিম আবাল। কতা অতিশয় সত্য,ইদানিং আমরা ইলেক্ট্রিক রেজর দিয়া কামাইয়া রাখি,যারা মুখে ভরে তারা সেখানে এমুন কিচু পায় না যা দিয়া সবাল কওন যায়।
যাউক,ব্লগের টেনশনের মাজে একখান ছুডু হাসির গপ কই।
এক জঙ্গলে এক অতিকায় হাতি চক্কর দেয়।
এক মশার শখ হইলো হাতির পিঠে চড়ব। হাতিরে রিকুয়েস্ট করল। হাতি কইল তুই যখন ইচ্ছা আমার পিঠে চইড়া যাইস,আমি কিছু কমু না।
একদিন হাতি ঘুমায় নারিকেল গাছে হেলান দিয়া। মশা গিয়া বইল হাতির পিঠে।
এমুন সময় ঝুনা নারিকেলের কয়েকটা গাছ থাইকা দুম দুম কইরা পড়ছে হাতির মাথায়। হাতি ব্যথা পাইয়া কয়,"উহ"।
মশা উইড়া গিয়া সবাইরে কইয়া বেড়ায়,হালার হাতি,আমি পিঠে বইতেই ব্যথা পাইয়া কয় "উহ"!
গপ এখাইনে শেষ। গপের মরাল হইল"পাগলের সুখ মনে মনে"।
তেলাপুকারে পাইড়া ফালাইতে চাইলে এ-টীমের লাগব বেশির বেশি দুই ঘন্টা।
এইখানে দুই দিন ধইরা কথাবার্তা হইতাচে,কে কি কইসে তার শানে নজুল কি,তর্জমা কি এই গুলান লইয়া পোস্ট পড়তাচে তো পড়তাচেই। এ-টীম এখনও তেমন কিচু কয় নাই,যা কইচে দুই একজন বিচ্ছিন্ন ভাবে কইচে, তাও ভালা মুখে কইচে। এইখানে শখ কইরা এ-টীমরে টাননের কিচু নাই। হাতির পিঠে কে ডিগবাজি দিল না দিল সেইটা মশার জন্য গৌরবের হইতে পারে,হাতির জন্য কিচু না।
তেলাপুকার লগে লাগালাগিতে গেলাম না।
কেন গেলাম না,সেই গপ কইয়া অফিসের কামকাইজে যাই। গপ হইলো:
এ-টীমের মজলিশে শুরার বৈঠক চলতাচে। এ-টীমের মইধ্যে কিছু সাথী-সমর্থক নেয়া হইচে এরা একনও রুকন হয় নাই। তাগো টেরনিং চলতাচে।
এক ছুডু সমর্থক কইলো,লিডার তেলাপুকা তো বড় লাফান দিতাচে,তৃণভোজ আবার তার মাইয়াগো নিক নিয়া সেইটারে সাপুট দিতাচে।
আমার তো মাঝ ঠ্যাঙে কুট কুট করে। কিচু করুম নি?
লিডার কয়, না বাদ দেও।
ছুডু সমর্থকগো মন বেজার । ক্যা,বাদ দিব ক্যা?লিডার বুঝাইয়া দেন।
লিডার বিরক্ত হইয়া কয়,আরে আবালের দল,তোরা বুঝস না কিচু?ছাগলের পাছায় লাগতে পারস,কারন ছাগলের ছিদ্র দিয়া তোগো এইডা যায়।
মাগার তেলাপোকার পাছা দিয়া তোগো এইডা যাইব?তেলাপুকার ছিদ্রপথের কুনু সাইজ আচে নি?মাইক্রোস্কোপ দিয়া দেখতে হইব।
এখুন হ্যার পাছায় লাগার পারমিশন দেই,আর ঢুকাইতে যাইয়া তুরা পুলাটারে গুতাইয়া চ্যাপ্টা কইরা ফালাবি? তুরা এমুন পাষান হইলি কবে থিক্যা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।