আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যারক কখনো স্বপ্নবাদী হতে পারে না



একটা কর্মশালায় অংশ নিতে মালেশিয়ায় আছি, আজ চারদিন এবং আজই আমার ফেরার সময়। আজকের মালেশিয়াকে দেখে কেউ ৯০ দশকের মালেশিয়াকে চিন্তাও করতে পারবে না। বেশির ভাগ মানুষ ভারতীয় ও চীনা অরিজিন। সংস্কৃতিও ভারত, ইন্দোনেশিয়া, চীন প্রভাবিত। পুরো রাজধানী জুড়ে আছে রেল যোগাযোগ, প্রতি দু'মিনিট পর পর ট্রেন আসে।

যোগাযোগে এত গতিই তাদের উন্নতির অনেক কারণের মধ্যে একটি। পুজিবাদের একটি সফল গবেষণা মাঠ হিসেবে সত্যি এ দেশটি অনবদ্য। আছে বিশাল বিশাল শপিং মল, অবশ্য ছোট দোকানও আছে-তবে বেশ নিয়মতান্ত্রিক। শেখার বিষয় হচ্ছে এতকিছুর পরও তাদের নিজস্ব সংস্কৃতিবিজড়িত পণ্যসমূহ কিন্তু এখনো তারা টিকিয়ে রেখেছে। আছে বিশাল বিশাল দালান।

ইন্টারনেট কানেকশান- দারুন। মুহূর্তে ডাউনলোড। বড় বড় হোটেল, মার্কেট এবং ইয়ারপোর্টে রয়েছে ওয়াইফাই। আমাদের চেয়ে যাদের অবস্থা কাহিল ছিল মাত্র ক'বছর আগে তাদের আজকে কী অবস্থা? আমাদের কী কিছু হবে না। তারেকের আশা ছিল বাংলাদেশকে মালেশিয়া বানাবে।

খুবই হাস্যকর। কেননা দুনিয়ার ফালতু, জোচ্চোর, নিচু দুর্নীতিবাজদের সে একজন। প্রত্যারক কখনো স্বপ্নবাদী হতে পারে না। তারা কেবই প্রতারক। ঠকায় আমজনতাকে, ঠকে নিজেও।

আমরাও বড় হতে চাই, আমরাও চাই পেট্রোনাস টু-ইন টাওযার। চাই সবুজ, চাই নতুন বাংলাদেশ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.