জীবনের শুরুটা মৃত্যুরই নামান্তর। জিজ্ঞেস করি!!
অনেকদিন ধরে মাথায় প্রশ্নটা ঘুরতাছে মডারেটর কেমনে হইতে হয়? খালি শুনি এই লোকগুলা নাকি চোরের মত ভিজিটর সাইজা এই সাইটে ঘুরে, আর কেউ উল্টাপুল্টা পুষ্টাইলে তার পোষ্ট মুইছা দেয়। এহন কথা হইল তারা কি জাতীয় পোষ্ট মুছে। তারা ধর্মের মারামারি করা পোষ্ট মুইছা দেয়, আর রাজাকারওয়ালা পোষ্টগুলারে তেল দেয়। তো এই জাতীয় মহান কাজগুলা যারা করতাছে তারা কিসের যোগ্যতায় মডারেটর হয় তা খুব জানতে ইচ্ছে করে।
তাই আমার খুব খায়েস একজন মডারেটর হওয়া! যেন আমি খাপটি মাইরা বইয়া বইয়া মানুষের পোষ্ট মুছতে পারি। মাগার কি কি যোগ্যতা লাগবো তাতো জানি না। তয় আমার মনে হয় নিম্নের যোগ্যতা থাকলে একজন মডারেটর হওয়া যাইতে পারে।
যোগ্যতা:
১. ধর্মীয় বিভিন্ন কথার পক্ষে ও বিপক্ষে ঢোলে বাড়ি দেয়া।
২. নিজে ধর্ম সর্ম্পকে বেশি জানি এইরকম ভাব করা।
৩. ধর্মকে পকেটে রেখে নানা রকমের গালিগালাজ ওয়ালা পোষ্ট দেয়া অন্য নিকে!
৪. পোষ্টটি আবার পড়ুন টাইপসের কথা বইলা মানুষকে জোর করে বোঝানো।
৫. ধর্ম ও রাজাকারের মাঝে যে বিশাল একটা মিল আছে তা বোঝানো।
৬. ছাগলের আওয়াজ রপ্ত করা।
৭. ছাগলের ছা তিন নম্বরটা হইয়া খালি আজাইরা নাচানাচি করা।
৮. আরিল টাইপসের! লোক কে তোষামদি করা।
৯. ধর্মের গুড় আর রাজাকারের র চায়ে পিপড়া ছেড়ে মজা নেয়া।
১০. বিভিন্ন ভাবে নিজেকে ব্লগের প্রেমি বা মেয়েদের ভাই হওয়া।
না, হলো না আমার মডারেটর হওয়া, কারন এই সব কোন গুনই! আমার মাঝে নাই। বোধ করি সবাই আরেক জনের চা খাওয়া দেখে জ্বিবহা পুড়িয়ে চা খেতে পছন্দ করে না। আচ্ছা এগো মডারেটর হবার ফায়দা কি?
সম্ভবত এইগুলা হইতে পারে:
১. দিন প্রতি বেতন মানে চা- সিগারেটের পয়সা হইতে পারে।
২. অন্য ব্লগারের পক্ষে কথা বলার সহী পথ থাকতে পারে।
৩. অপছন্দনীয় ব্যাক্তির পোষ্ট মুইছা একটা আনন্দ পাইতে পারে।
৪. দিনে দিনে পাঠা, রাম ছাগল এই সব উপাধি পাইতে পারে।
৫. রাজাকারগো লিডার হইতে পারে।
৬. ওয়াটার ল্যান্ডে গিয়া মাইয়াগো লগে ডলাডলি করতে পারে।
৭. ব্লগের আজাইরা নাক গলাইয়া নিজের নাকে সর্দি হওয়াইতে পারে।
যাই হোক মডারেটর হবার এই সব যদি হয় যোগ্যতা আর সুবিধা তাইলে এই ব্লগে আর ভাল সুস্থ ব্লগার লিখবো না, এমনিতেই শুনি বহুত লোক যাইতাছে। পরে দেহা যাইবো একদিন এই ব্লগে রাজাকার ও ধর্মান্ধরা নিজেরা একটা আজাইরা পোষ্ট দিব আবার নিজেরাই মডারেটর হইয়া তা মুইছা দিব, মাইনে পোলাপানের পানি মারামারি খেলা খেলব আর কি!
আমার এই পোষ্ট যদি ডিলিট খায় তাইলে বুঝমু এই সব মডারেটরের লগে ধোন নাই, ওরা বিচি কান্দে লইয়া ঘুরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।