আমাদের কথা খুঁজে নিন

   

আমার অলরেডী বারটা বেজে যাচ্ছে

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

অনেকদিন পর আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে আজ প্রচন্ড বাক-বিতন্ডা সহজ কথায় ঝগড়া হল। সেও যেমন কমে যায়না আমিও তেমন সহজে ছাড়তে রাজী নই। মোটামুটি ভালই বাধিয়ে ফেললাম। এরকম আগেও বহুবার বাধিয়েছি আবার ঠিক হয়ে গিয়েছে পরে। কিন্তু আজকেরটা একটু অন্যরকম মনে হচ্ছে, মনে হচ্ছে বেশ কঠিনই হবে।

যাই হোক আমাদের ঝগড়ার বিষয়টা না হয় গোপনই রাখলাম। কিন্তু ওর সাথে রাগারাগির যখ্ন একটা প্রান্তে তখন ও খুব রেগেই বলল "আজ তোর বারটা বাজিয়েই ছাড়ব, বুঝবি ঠেলার নাম বাবাজি" ওর শেষের এ কথার মানে গুলো বুঝতেই পারলাম না, তাহলে ও কি সত্যিই এত রেগে গিয়েছে আমার উপর ও প্রচন্ড ক্ষুব্ধ। যাই হোক, ঘন্টা ২ কি ৩ পার হয়েছে, আর মোবাইলে অনবরত মিসকল, কল আসতে লাগল, কোন সময় ছেলে , কোন সময় মেয়ে, মহিলা কোন বয়স কিংবা লিঙ্গই বাদ গেলনা, কিছু বুঝতে পারছিনা হঠাৎ অপরিচিত নাম্বার থেকে এত কল আসার কারনটা। কলে কলে, মিসকলে অস্থির হয়ে গেলাম, একেবারে মাথা নষ্ট হওয়ার উপক্রম। কোন কারণই উদঘাটন সম্ভব হলনা।

এই কিছুক্ষন আগে বন্ধুটি ফোন করে বেশ হাসি খুশি জানতে চাইল কেমন আছি ? ওর হাসিটা রহস্যজনকই মনে হল, ভাল নেই বলতেই, ও শুরু করল -কিরে কল তাহলে আসতে শুরু করেছে, মানে? -কল আসছেনা তোর মোবইলে হ্যা আসছে, তুই জানলি কেমন করে? তাহলে তুই আমার নাম্বার দিয়েছিস ? নারে দোস্ত এত লোকের নাম্বার আমি কোথায় পাব, তোরে শায়েস্তা করার জন্য আজ প্রায় ৫০ খানেক টাকার মধ্যে একটা ম্যাসেজ লিখে তোর নাম্বার লিখে দিয়েছি, আর তারই এ্যকশন শুরু হয়ে গিয়েছে। ম্যাসেজটা যে কি লিখেছিল তা বলেনি, তবে আমার অবস্থা বারটা বাজতে আর দেরী নেই। (সবাইকে অনুরোধ এরকম দুষ্টুমী যেন কেউ কখনো না করেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।