নতজানু হয়ে বেঁচে থাকার চেয়ে , দাঁড়িয়ে মৃত্যু বরণ করা অনেক ভালো ।
জনাব আরিলের পোষ্টে রিপ্লে না দিয়ে এখানে পোস্ট দিলাম..জনাব আরিলের পোস্ট পরার কিছু পরে রাগ ইমনের দুইটা পোস্ট পরলাম।এই ব্লগে আমি খুব বেশী পোস্ট করি নাই সময় পাই নাই বলে,কিন্তু সময় পেলে একটু ঢুঁ মারতাম আপনাদের লেখা পরবো বলে।
এখন আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি,ভেবে চিন্তে উত্ওর দিয়েন-----
>>>>ব্লগ এর সংজ্ঞা কি?
ব্লগের সংজ্ঞা হিসেবে আমি যা জানি তা হচ্ছে-------------
ব্লগ হচ্চে অনলাইন দিনপন্জ্ঞী যেখানে রেজিস্টার কৃত ইউজাররা নিজের ইচছা মত মতামত লিখতে পারে,যে কোনো প্রকার লেখা বা ছবি প্রকাশ করতে পারে(কপিরাইট ছাড়া) এবং এইসব লেখা কিংবা ছবি ডিলিট করার অধিকার শুধু মাত্র ইউজারেরই থাকে।
কিম্তু এই ব্লগে যেভাবে কোনো নোটিশ ছাড়া কতৃপক্ষ পোস্ট ডিলিট করে বা ব্যান করে সেটা দেখে আমার এখন জায়গাটাকে
ব্লগ নয় ফোরামই মনে হয়............।
ব্লগ কতৃপক্ষের ইচ্ছা অনুযায়ী যদি পোস্ট করতে হয় ব্লাগারের স্বাধীনতা থাকলো কই..........ব্লগ লেখার মজাই তো মরে গেল!
এখানে এখন ব্লগ কর্তৃপক্ষের স্বাধীন ব্লগের নীতি(!) অনুযায়ী লেখতে হয়।
আমি ছোট মানুষ ,এই ব্লগে সবচেয়ে কমবয়সীই বলা যায়। আমার মতামত কেই আমলে নিবে কিনা জানিনা,তবে কর্তৃপক্ষ আর কতদিন উদাসী থাকবেন?আমরা আমাদের স্বাধীনতা চাইছি,ব্লগাররা আপনারা সবাই একসাথে আওয়াঁজ দেন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।