এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে
'কোরানেই স্রষ্ট্রা সয়ং ঘোষনা দিয়েছেন এর যেকোন রকম বিকৃতি থেকে এটিকে তিনি রক্ষা করবেন। আপনি কোরানে বিশ্বাসী হয়ে থাকলে এই লাইনটা লিখে দিলেই চলত।' - ত্রিভূজের এই মন্তব্যের প্রেক্ষিতে বলছি, বিশ্বাস নিয়ে বসে থাকলে পৃথিবী এগুতো কি ? স্রষ্টার ঘোষণার পরও কোরান বিকৃত হয়েছিল। হযরত ওসমান (রা.) কোনসব কোরান শরীফ পুড়িয়েছিলেন ? ভাষার ব্যাপারে আপনার যুক্তি আংশিক মেনে নেয়া যায়। যদিও ভাষার পুনর্গঠনের মাধ্যমে কেবল শব্দের আদিরূপটির কাছাকাছি যাওয়া যায়, অর্থের নয়। ইসলাম পূর্ববর্তী আরবের সাহিত্য বা ভাষার তেমন কোন প্রামান্য রূপ আছে কি ? থাকলে ভাল হতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।