আমাদের কথা খুঁজে নিন

   

yahoo রেজিষ্ট্রেশন করতে যদি ১০ টাকা লাগে তাহলে মেইল চেক করতে কত লাগবে ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

যে এলাকায় থাকি, কাল রাতে প্রয়োজনে ফোন করব বলে মহল্লার এক ফোনের দোকানে গেলাম। ইন্টারনেট ব্রাউজ, ফোন, ফ্যাক্স সবই এক দোকানে। ফোন করছি হঠাঃই চোখে পড়ল টেবিলের কাচের নীচে থাকা একটি কাগজের উপর। কাগজটি আর কিছুই না ইয়াহু রেজিষ্ট্রেশনের একটি ফরম প্রিন্ট আউট করা। কিন্তু আকর্ষিত হলাম সে কারনে না, যে কারণে চোখটা আটকে গেল পৃষ্ঠার শেষের দিকে একটি লাইন দেখে, লাইনটা এরকম ”ইয়াহু রেজিষ্ট্রেশন ১০ টাকা” ফোনটা রেখে দোকানীকে জিজ্ঞেস করলাম - ভাই, ইয়াহু রেজিষ্ট্রেশন করতে আগে কত নিতেন ? আগেও ১০ টাকা ছিল - জিনিসপত্রের এত দাম বেড়েছে, কিন্তু আপনাদের রেজিষ্ট্রেশন খরচ বাড়েনি ? আশ্চর্যই বটে না ভাই, আগেও যা ছিল, এখনও তাই - তা ভাই, আপনি কাকে ইয়াহু রেজিষ্ট্রেশন করে দিচ্ছেন, বেশীরভাগই হয়তবা ইয়াহু বা নেট সম্পর্কে সচ্ছ ধারণা রাখেনা তাদেরকেই, তা না হলে ২০ টাকা দিয়ে ১ঘন্টা নেট ব্রাউজ না করে বরং ১০ টাকা দিয়ে আপনার কাছ থেকে রেজিষ্ট্রেশন করিয়ে নিচ্ছে। তাইত ? জ্বী ভাই, ঠিক বলেছেন - এবার বলুন, ইয়াহু রেজিষ্ট্রেশন করতে না হয ১০ টাকা নিলেন কিন্তু যখন সে মেইল চেক করবে তখন কত নিবেন ? আমার এরকম প্রশ্নে তাজ্জবই হল বটে ! ভাই, এরকমটা চিন্তা করিনি তো আগে, তবে একটা কিছু ফিক্স করতে হবে বৈকি ! বিলটা দিয়ে বেরিয়ে এলাম, আসলেই অদ্ভুত আমরা, বিচিত্র আমাদের চিন্তা ভাবনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।