সুনামগঞ্জের পশ্চিমবাজারের কাছেই বাংলাগানের প্রবাদ পুরুষ হাছনরাজার বাড়ী। যদি হাছনরাজার বাড়ী হিসাবে বিশেষ কোনো স্মৃতি এবাড়ীটা ধরে রাখেনা। তবে বুঝা যায় তার বাড়ীর পাশে বয়ে যাওয়া চিরবহতা সুরমা তার প্রতিভা বিকাশে যতেষ্ট অবদান রেখেছিল। হাছন রাজার কিছু পোট্রেট অবশ্যই আছে বাড়ীর ভেতর। চারতলা বাড়ীটায় এখন বলতে গেলে কেউ থাকেনা। উত্তরসুরীরা সবাই ঢাকা লন্ডন আমেরিকা। সিলেট শহরে তাদের আরেকটা বাড়ী আছে রাজাস হোম। ওটা বরং অনেক স্মৃতি ধরে রেখেছে তার। আর যে কেউ সুনামগঞ্জ গেলে ঢুকার আগেই একতারায় সজ্জিত হাছন রাজার তোরণ দেখতে পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।