আমাদের কথা খুঁজে নিন

   

সেতো আমার নয়নের মনি....

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

পথচারীর প্রশ্ন- ‍‍"তিনি বিখ্যাত একজন, তিনি আপনার সন্তান? বাবা বললেন, সেতো আমার নয়নের মনি, এনে দিয়েছে সম্মান। " সেই সন্তানটি মাঝে মাঝে বাবার জন্য এনে দিতে চায়, নীল আকাশের মাঝে প্লাবিত এক টুকরো মেঘ, কখনোবা এনে দিতে চায় বৃষ্টিস্নাত বিকেলের রংধনু রং। সব কিছুই বাবার জন্য। আমাদের জীবন পথের দীর্ঘ পথ পরিক্রমায় যার অবদান সবচেয়ে বেশি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো যিনি নিরাপদে নিশ্চিত করেন তিনি হলেন বাবা।

বাবার ক্ষমতা অসীম। ভালোবাসায় শিক্ত, ক্ষমায় পরিপূর্ণ- সেই ক্ষমতা পরম বিধাতা পৃথিবীর সব বাবাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। বাবার অভাবে দুঃসহ হয়ে উঠে সন্তানদের জীবন। অসহায় যন্ত্রণাকাতর হৃদয়ে বার বার উচ্চারিত হয় বাবা নামের প্রিয় শব্দটি। আমার বন্দু ইমন তার বাবার কথায় লিখেছেন, কী দুর্ভাগ্য আমার স্বাধীনতার , ঠিক দুই দিন আগে বাবাকে হারালাম।

আমি তখন খুব ছোট, বাবার স্নেহ মমতা ভালোবাসায় বঞ্চিত হয়ে দিনে দিনে বড় হয়েছি। কত রাত, কতদিন যে বাবার জন্য লুকিয়ে লুকিয়ে কেঁদেছি মনে নেই। নিজেকে কত বার যে প্রশ্ন করেছি কেন আমি বাবাকে এত ভালোবাসি? কেন আমি বাবার অভাব এতটা অনুভব করি? কেন আমার বাবা ডাকতে ইচ্ছে করে? পৃথিবীতে কি এমন কেউই নেই যে বাবার মত ভালোবাসতে পারে বা পারবে। না ইমন নেই, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বাবাকে উৎসর্গ করেছে ভালোবাসা দিয়ে সন্তানদের পরিচালনার জন্য। নিবাপদ সুরক্ষার জন্য একমাত্র বাবা-ই যথেষ্ঠ।

লিখার শুরুতে বাবার সাথে সন্তানের সুসম্পর্কের একই ছোট্ট উদাহরন দিয়েছিলাম। কিন্তু কালের যাত্রা পথে অসংখ্য মানুষের কোলাহলের ভীড়ে সেই সুসম্পর্ক আজ আর নেই। স্বার্থ উদ্ধারে মগ্ন সন্তানেরা খুব সহজেই বাবাদের ভূলে যায়। জীবনের সন্ধ্যা লগ্নে বাবারা কান্ত, তাদের যত্নের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। আজকের দিনটির প্রত্যাশা হোক সন্তানদের হৃদয় হতে বাবা'রা যেন নিঃশেষে বিলিন হয়ে না যায়।

বাবাদের সন্তানেরাও একদিন বাবা হবে। মনে রাখতে হবে জনরের সেই বিখ্যাত বানী, উৎকৃষ্ট বীজ থেকেই উৎকৃষ্ট বৃতক্ষ জন্ম নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.