আমাদের কথা খুঁজে নিন

   

সাধু (অসাধু) সাবধান!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

নতুন প্রযুক্তি অনেক সময় সমস্যার কারণ হয়েও দাড়ায়। আপনার কেমন লাগবে, যদি কেউ আপনার চলাফেরা মনিটরিং করে? সারাদিন আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করেছেন, কিছুই গোপন না থাকে। ধরুন, আপনার গোপন কোন বান্ধবী রয়েছে, যা গোপন থাকাই ভাল, অথচ গোপন থাকছে না। প্রযুক্তির জোরে অনায়াসে বের করা সম্ভব, কোথায় আছেন আপনি। জার্মানীতে একটি ওয়েব সাইট সে সুযোগটিই দিচ্ছে তাদের ক্রেতাদের।

ধরুন আপনি জানতে চাইলেন, আপনার প্রিয়তমা তার বান্ধবীর বাড়ীতে যাবার নাম করে অন্য কারো সাথে দেখা করছে কি না। সহজেই সম্ভব। আপনার প্রেমিকার মোবাইলটি অন থাকলেই হলো। সে ওয়েবসাইটে তার নম্বরটি দেবার সাথে সাথেই হিসেবের পর একটি ম্যপে দেখিয়ে দেয়া হবে, পঞ্চাশ মিটার ব্যসার্ধের ভেতরে কোথায় আছেন তিনি। এক ইউরোর বিনিময়ে পেয়ে যাবেন সমস্ত তথ্য।

ওয়েব সাইটটি, খোলা হয়েছিল, যাতে বাবা-মায়েরা তাদের ছেলেমেয়েদের প্রয়েজনে খোঁজ খবর রাখতে পারেন। এখন তা গোয়েন্দাবৃত্তির কাজেই লাগছে। তবে এরকম এক সাইট ও তার এধরণের কর্মকান্ডের বৈধতা নিয়ে বেশ অলোচনা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.