আমাদের কথা খুঁজে নিন

   

TAFE AUSTRALIA



অষ্ট্রেলিয়া অনেকেই আসেন ভাল ববে থাকার জন্য বা স্থায়ি বসবাস হওয়ার জন্য। কিন্তু আসার পর তারা প্রতি মুহুর্তে বুঝতে পারেন কি ধরেনের পরিস্তিতি মোকেবেলা করতে হয়। যাগ্গে আসল কথা বলি: যারা ভবিষতে অষ্ট্রেলিয়াতে আসতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য এই লেখা যে আপনি কলেজ চয়েস করতে ভুল করবেননা। কারন অনেক সময় কলেজের ক্যাটাগরিরর কারনে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেবন না বা খুব কষ্ট হবে। যেমন TAFE-র কথা বলি।

আমাদের দেশে যেমন পলিটেকনিকাল ইন্সটিটিউট আছে ঠিক তেমনি TAFE হরো এই দেশে এক মাত্র সরকারি পলিটেকনিক্যাল। খুবই সনামধন্য এই প্রতিষ্টান এবং অত্যাধিক ব্যায়বহুল যা সাধ্যের বাইরে। কিন্তু তাদের কিছু চালবাজি আছে: যেমন ধরুন আপনি টেফে আসছেন Accounting or IT or Something কিছু পড়ারর জন্য সাথে ১০ সপ্তাহে ইংলিশ কোস আছে। আপনাকে ভিসা দেওয়া হলো। কিন্তু এখানে এসে দেখবেন আপনার ১০ সপ্তাহের জায়গায় ২০ বা ২৫ সপ্তাহে হয়ে গেছে।

কারন Bswjk]Orientation শুরু হওয়ার আগে তারা একটা টেষ্ট নিবে [IELTS[/Bswjk এর মতো। সেখানে খারপ করলে মানে ৫.০ বা তার নীচে পেলে তাদের মতো একটা রুটিন ঠিক করে দিবে যেটা ২০ বা ২৫ সপ্তাহ হতে পারে সাথে তো বাড়তি ডলার দিতে হবে। TAFE এই সমস্যা সৃষ্টি করছে। এজন্য সাবধান কলেজ চয়েজ করতে ভোল করবেনন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.