আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়াঝাটি ব্লগ

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

এক ব্লগারের পোস্ট এ আরেক ব্লগার ত্রিভূজ কে উদ্দেশ্য করে লেখা পোস্ট পড়ছিলাম সেদিন । ব্লগার অ:র:পি: এক পোস্ট থেকে ব্লগার ত্রিভুজকে ঘিরে নানা প্রশ্ন ঘনীভূত - বেশ আগ্রহী হলাম । কিন্তু মন্তব্য, পাল্টা মন্তব্য পড়তে গিয়ে সেই আগ্রহ খানিকটা বিরক্তিতে রূপান্তরিত হল। আমি খুব বেশী পুরনো ব্লগার না। আমার ব্লগে তেমন গুরু-গম্ভীর পোস্ট নেই যা অন্য ব্লগগুলোতে দেখা যায়।

স্বাভাবিকভাবেই অন্য ব্লগের বিশাল ও গুরুগম্ভীর পোস্টগুলো কখনো পড়লে সেই ব্লগাদের খুব জ্ঞানী মনে হত। অ:র:পি: এবং ত্রিভুজ কে নিয়েও এরকম একটা ধারণা ছিল বোধহয়। কিন্তু সেদিন আরেক ব্লগারের পোস্টে তাদের ঝগড়াঝাটি দেখে ধারণাটা বোধহয় রাখা গেলনা !! একটু হাসিও পেল , কারণ ব্যাপারটা অনেকটা আমাদের বিশিষ্ট (??) রাজনীতিবিদরা যেমন কাদা ছোঁড়াছুঁড়ি করে সেরকমই লাগছিল। মনে হচ্ছিল, ব্যক্তিগত পরিচয়, মনোভাব এবং আক্রোশ ফুটে উঠছিল। একটা অনুভুতি তৈরী হলো, শেষ পর্যন্ত আমরা সংকীর্ণ মানসিকতারই পরিচয় দেই।

তর্ক-বিতর্ক চলুক, তবে ভাষার ব্যবহারে সতর্ক হতে হবে। যারা এত মননশীল পোস্ট দিতে পারেন তাদের কাছে অনেক দ্বায়িত্বশীল ব্যবহার আশা করি । বাংলা ভাষার ব্যবহার অনেক ব্যাপক, লেখনী দিয়েই কাউকে ঘায়েল করা যায়। ভাষা তীর্যকè হোক তবে মার্জিত। আশা করি সেটা আমাদের বিজ্ঞ ব্লগাররা আমার চেয়েও ভাল বোঝেন ...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.