নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
¬¬ভালবাসা প্রয়ৈাজন, তা তো আর বিজ্ঞাপন দিয়ে সম্ভব না। আর বিজ্ঞাপন দিলেই বা কি তাতে যদি কেউ সারা না্ দেয় ! কি আর করা সাহায্যের জন্য হাত বাড়াতেই হল। কিভাবে ম্যানেজ করা যায় এই চিন্তুায় যখন যায় যায় অবস্থা তখন কেউ একজন “অনলাইন ভালবাসা’র” কথা স্মরণ করিয়ে দিল। কিন্তু তা কি করে সম্ভব ? তা তো জানা নাই !
যতই বলি অনলাই ভালবাসায় কি কোন ভরসা আছে? না দেখে না শুনে একজনের সাথে প্রেম প্রেম খেলা করা যায় কিন্তু সত্যি কি ভালবাসা যায় ?
যাই হোক যায় কি না যায় তা বুঝে কাম নাই “অনলাই ভালবাসা” সম্পর্কে যে যা পারেন জ্ঞান দিয়ে এই পাবলিকরে বিপদ থেকে উদ্ধার করবেন।
(বি:দ্র: “অনলাইন ভালবাসা” আমার জন্য নয় আমার বন্ধুর জন্য)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।