আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার কপাল খারাপ - সারাদিন বৃষ্টিতে ভিজছি

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

সকালে অফিসে আসব বলে বের হয়েছি, রিক্সাসায় উঠেছি মা পিছন থেকে ডাক দিলেন ছাতাটা নিয়ে যাওয়ার জন্য, আকাশটা ভাল দেখে বারণ করলাম। মাত্র মিনিট পাচেঁক সামনে এগুয়েছি ওমনি ধরপাকর করে সে কি মুষলধারে বৃষ্টি, রিক্সাওয়ালার কাছেও কাগজ নেই, আর কি ভিজে ভিজে বাসে উঠা অফিসে এলাম তখন পুরো শরীর ভেজা। রুমে ঢুকেই দরজা বন্ধ করে কোন রকম শার্টের ইন ছেড়ে দিয়ে বোতাম খুলে ফ্যান আর এসি অন করে দিয়ে বসে আছি। পাক্কা ১ ঘন্টা, তাও কোন রকম কাপড়চোপড় শুকাল। নামাজে যাব, বস বললেন আগে আসতে, অফিসে একা বিধায় দেরী করে গেলাম।

ঠিক ছুই ছুই সময়ে মসজিদ মানে যে রাস্তার উপর দাড়িয়ে নামাজ পড়ি সেখানে হাজির। শুধু দাড়িয়েছি ওমনি আবার শুরু হল বৃষ্টি। কি আর করা রাস্তার পাশের ফার্নিচারের দোকনের ভিতর ফার্নিচার সরিয়ে কোনমতে নামাজ শেষ করলাম। এবার তো ফেরার পালা, আধ ঘন্টা হয়ে গেল, অফিসও খালি তাই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে আবার অফিসে। এবারও কাপড়চোপড় শুকাতে ঘন্টা খানেকের কিছু কম সময় লাগল।

বস চলে যাচ্ছেন, বললেন তার সাথে গাড়ীতে যাওয়ার জন্য, কিছু কাজ বাকী থাকায় পরে যাব বলে দিলাম। এখনও অফিসে। কি হয় কি যানি ! আজ সারাদিন কথা না শোনার ফল হাড়ে হাড়ে পেয়েছি। এখন যাওয়ার সময় বৃষ্টি হলে ষোলআনা পূর্ণ হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।