আমাদের কথা খুঁজে নিন

   

আরোগ্য কুঞ্জ ও ভেষজ বাগান ভেস্তে যেতে বসেছে

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

লাউয়াছড়া ন্যাশনাল পার্কে সরকার কর্তৃক ২ একর পতিত জমিতে সাইনবোর্ড সর্বস্ব সৃজিত ২৩০ প্রজাতির আরোগ্য কুঞ্জ ও ভেষজ বাগান কার্যক্রম দীর্ঘ দিন থেকে অবহেলা, অযত্ন ও অরতি থাকার কারনে ভেস্তে যেতে বসেছে । প্রাকৃতিক ভারসাম্য রা ও ভেষজ বাগান সৃজনের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ সরকার নিলেও উদ্দেশ্য সফল না হবার আশংকা দেখা দিয়েছে। ২০০১-২০০২ সালে শ্রীমঙ্গল-সমশেরনগর সড়কের পাশে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ২ একর পতিত জমিতে ২৩০ প্রজাতির ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ নামে প্রকল্পের কার্যক্রম শুরু করে। প্রকল্পের ভেষজ প্রজাতির মধ্যে অশোক, অর্জন, আমলকি ছাতিয়ান, চালতা, কাজলবাদী, কামেলা, কর্পুর, কাউগাব, কুরচি, চালমুগরা, জয়শ্রী, বহেরা, বৈচি, মহুয়া, ডুমুর, শ্বেত চন্দন, রক্ত চন্দন, হরিতকি,হিজলসহ ৩৮ প্রজাতির বৃ, ১৩ প্রজাতির লতা ও ১২ প্রজাতির গুল্ম রোপন করা হয়। সৃজিত বাগান প্রকল্পের ২ টি সাইন বোর্ড লাগানো হলেও প্রকল্পের উদ্দেশ্য সফল হচ্ছে না।

সংশ্লিষ্ট বন বিভাগ এর রনাবেন করার কথা থাকলেও ভেষজ বাগানটি রাখালহীন গুরুর মত রয়েছে। তাছাড়া দীর্ঘ দিন পরিচর্যা না করায় জঙ্গলে পরিপুর্ন হয়ে গেছে। ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ পরিদর্শন কালে চোখে পড়েনি কোন প্রহরী কিংবা বন বিভাগের কোন দায়িত্বশীল ব্যক্তিকে। ফলে অরতি ভেষজ বাগান থেকে পাচার হয়ে যাচ্ছে মুল্যবান বৃ, লতা ও গুল্ম। এব্যাপারে সংশ্লিষ্ট বন বিভাগের দৃষ্টি আকর্ষন করলে নাম প্রকাশ না করার শর্তে জনৈক বনকর্মকর্তা জানান, সরকার কর্তৃক ভেষজ বাগানের জন্য কোন বরাদ্ধ না থাকায় পরিচর্যা ও সঠিকভাবে রনাবেন করা সম্ভব হচ্ছেনা।

তিনি বলেন প্রকল্প শুরুতে যতটা ঢাক-ঢোল পিটানো হয় পরবর্তীতে তার ধারাবাহিকতা না থাকায় প্রকল্পের উদ্দেশ্য সফল হয়না। অথচ সরকার প্রকল্পের জন্য প্রথমে যতটুকু আগ্রহ দেখায় বাস্তবায়নের জন্য ততটুকু বরাদ্দ না দেওয়ায় অবহেলিত হয়ে পড়ে। তেমনি অবস্থাও লাউয়াছড়া ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জের। শ্রীমঙ্গল থেকে ১২ কিলোমিটার পুর্বে ও কমলগঞ্জ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে শ্রীমঙ্গল-সমশেরনগর রোডের গা ঘেষে দনি-পুর্বে সরকার কর্তৃক ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জের অবস্থান। যা বর্তমানে অযত্ন অবহেলার কারনে অরতি রয়েছে।

অথচ বাগান সৃজনে সরকার খরচ করেছে বিপুল পরিমান অর্থ। এলাকার পাহাড়ী একাধিক বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, কোন প্রহরী না থাকায় অরতি ভেষজ বাগানের মুল্যবান বৃ, লতা ও গুল্ম কতিপয় চোরাকারবারীরা চুরি করে নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানীর কাছে বিক্রি করে। দেশের সম্পদ লাউয়াছড়া ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ রা করতে সরকারের দৃষ্টি ও পর্যাপ্ত বরাদ্দ দেওয়া প্রয়োজন। নয়তো অবহেলা অযত্নে থাকা ভেষজ বাগানটি ধ্বংশ হয়ে যাবে। সরকারের উদ্দেশ্য হবেনা সফল।

জাতীর হবেনা কোন উপকার। এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপরে যথাশীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অতিব জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।