ছুরির তীক্ষন ডগা দিয়ে হদপিন্ডকে করেছি দুভাগ,
এক পাশে তুমি অন্যপাশে অন্ধকার।
তোমাকে পাবার জন্য অনিচ্ছা সত্বেও
আলোকিত করবো অন্ধকারাচ্ছন্ন দিক।
তার আগে চাই-
লাইসেন্সবিহীন একটি অস্ত্র।
বর্বরতার যুগে তুমি আমাকে যীশু হতে অনুরোধ করো না,
নিরন্ন মানুষের পাশে দাড়িয়ে আমাকে হাতেম তাঈ হবার
উপদেশ দিও না,
নেপোলিয়ানের ক্ষিপ্রতা আর হিটলারের হিংস্রতা নিয়ে জয় করতে চাই প্রথমত তোমাকে-
অত:পর যীশু হয়ে ছুটে যাই অন্ধকারের দিকে।
তার আগে চাই লাইসেন্সবিহীন একটি অস্ত্র।
জীবনকে চুলচেরা বিশ্লেষন করে,
পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার অনুপ্রেরনা চেয়ে
বিদায় চাইলাম তোমার কাছে।
ঠিক সেই মুহুর্থে তুমি করে নিলে অস্ত্র
তুলে দিলে ভালোবাসার শুভ্রতা।
যদি এমনি করে পৃথিবীর যাবতীয় প্রেমিকা
অবুঝ প্রেমিকদের হাতে তুলে দিত,
ভালোবাসার ফুল, তবে পৃথিবীতে
শান্তি নিশ্চিত ফিরে আসতো-
দরকার পরতো না কোন
লাইসেন্সবিহীন অস্ত্রের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।