ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।
আড্ডাবাজের ব্লগের বিষয়বস্তু হিসেবে লেখা: বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা। তার ব্লগে তাই দেখি রাজনীতি, সমাজ, মুক্তিযুদ্ধ, কখনও কখনও ধর্ম এর নিয়ে লেখালেখি। আড্ডাবাজ ব্যাক্তিগত জীবনে কি তা জানিনা তবে আন্দাজ করি ব্লগ লিখতে শুরু করে তিনি অনেকের মন ছুঁয়েছেন। আস্তে আস্তে প্রসারিত করেছেন নিজেকে বিভিন্ন মাধ্যমে।
আড্ডাবাজের লেখা কেন ভাল লাগে? আড্ডাবাজকে গল্প কবিতায় আসতে দেখলে কেমন অনুভব করবেন? কোন বিষয়ে তিনি আরো মনো:নিবেশ করলে ভালো লাগবে আপনার? তার কোন লেখাটা আপনার নজর কেড়েছে? অনুভুতির খেলা নয় বরং ধারালো ছুরিতে চাছাছোলা বক্তব্য - আড্ডাবাজের সম্বন্ধ্যে এই বক্তব্যকে সমর্থন করেন কি? করলে বা না করলে কেন? এই ব্লগারের ব্যাপারে প্রত্যাশা কতদূর? কিভাবে দেখতে চান আজ থেকে এক বছর পর? মানুষ হিসেবে কেমন বলে মনে করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।