অভিনয় থেকে বেশ নিরবেই সরে এসেছেন প্রীতি জিনতা। বহুদিন পর বলিউড মিডিয়ায় আবারো শিরোনাম হলেন এই অভিনয় শিল্পী। তবে এবার ব্যাংকের চেক বাউন্স হওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি জারি হওয়ায় তিনি শিরোনামে এলেন।
আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই পরোয়ানা জারি করে।
উল্লেখ্য চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালা ১৮ লক্ষ টাকার চেক বাউন্স করায় প্রীতি জিনতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন ।
এদিকে আদালত জানিয়েছে, এর আগে ৪ বার প্রীতিকে আদালতে হাজিরা দিতে বলা হলেও একবারও যাননি প্রীতি। তবে প্রীতির আইনজীবী জানিয়েছেন, দেশে না থাকার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি তিনি।
এ বিষয়ে খুব শীঘ্রই কোন আইনি ব্যবস্থা নেয়া না হলে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন প্রীতি জিনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।